Advertisement
Advertisement
Bengaluru

বুড়ো বয়সে ভীমরতি! তরুণীকে প্রেমের প্রস্তাব, বয়ফ্রেন্ডের মারে হাসপাতালে বৃদ্ধ

অভিযুক্ত তরুণী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Bengaluru Man, 60, Stabbed For Proposing. Woman, Friend Arrested
Published by: Amit Kumar Das
  • Posted:September 18, 2024 5:23 pm
  • Updated:September 18, 2024 6:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল: কথায় বলে, ‘প্রেমের কোনও বয়স হয় না।’ তবে সেই প্রবাদ বাক্য বাস্তবে প্রয়োগ করতে গিয়ে ভয়াবহ পরিণত হল ষাটের বৃদ্ধের। এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে তরুণীর বন্ধুর মারে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হল বৃদ্ধকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর সাদ্দুগুন্টেপালাতে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম হীতেন্দ্র কুমার। পেশায় তিনি একজন শাড়ি ব্যবসায়ী। সম্প্রতি এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ওই ব্যবসায়ী। জানা গিয়েছে, তাঁর প্রস্তাবে সম্মতিও দেন তরুণী। ১৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এক পার্কে ওই বৃদ্ধ তরুণী ডেকে পাঠান। বৃদ্ধের প্রস্তাবে সাড়া দিয়ে পার্কে নিজের পুরুষ বন্ধুকে নিয়ে হাজির হন তরুণী। এর পর পার্কের বেঞ্চে বসে অপেক্ষারত হীতেন্দ্রকে পিছন থেকে হামলা চালায় সিদ্দু নামে ওই যুবক। এলোপাথাড়ি মারা হয় তাঁকে। পাশাপাশি ছুরি দিয়েও কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হীতেন্দ্রকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে বৃদ্ধের অবস্থা কিছুটা স্থিতিশীল বলে দাবি করেছে পুলিশ।

Advertisement

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কিছু বছর আগে ওই বৃদ্ধের শাড়ির দোকানে কাজ করতেন ওই তরুণী। সেই পরিচয় থেকেই তাঁকে প্রেমের প্রস্তাব দেন হীতেন্দ্র। যার জেরে পরিকল্পিতভাবে ওই বৃদ্ধের উপর হামলা চালানো হয়। হীতেন্দ্রর অভিযোগের ভিত্তিতে তরুণী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি হীতেন্দ্র ওই তরুণীকে কোনও রকম যৌন হেনস্থা করেছে কীনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই বৃদ্ধ কিছুটা সুস্থ হয়ে উঠলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি হীতেন্দ্রর শাড়ির দোকানের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement