Advertisement
Advertisement
Bhopal

‘কুছ তুফানি…’, মদের নেশায় ৮০ ফুটের টাওয়ারে চড়ে বসলেন যুবক, তারপর?

গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Drunk man climbs 80-foot tower in Bhopal, leaves locals in shock
Published by: Amit Kumar Das
  • Posted:February 2, 2025 4:53 pm
  • Updated:February 2, 2025 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শোলে’ সিনেমায় বাসন্তীর মন পেতে জলের ট্যাঙ্কে উঠেছিলেন বীরু। তবে সেখানে নির্দিষ্ট উদ্দেশ্য থাকলেও এখানে অবশ্য তেমন কিছু নেই। মদের নেশায় বিশ্বজয়ের অদম্য বাসনা চাগাড় দিতেই ৮০ ফুটের টাওয়ারে উঠে পড়লেন ‘টলমল’ যুবক। মদ্যপ যুবকের এহেন কাণ্ড দেখে সম্ভাব্য বিপদের আশঙ্কায় রীতিমতো উদ্বেগ ছড়াল এলাকায়। টাওয়ার চূড়ায় ওঠা যুবককে ‘ধরাশায়ী’ করতে যথেষ্ট বেগ পেতে হল পুলিশ ও পুরসভাকে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের ভোপালের বারখেদি এলাকায়। রেল স্টেশন সংলগ্ন ৮০ ফুট দীর্ঘ এক টাওয়ারে উঠে পড়েন ৩৩ বছর বয়সি এক যুবক। ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত স্থানীয়রা তাঁকে আটকানোর চেষ্টা করলেও সে কথা কানে তোলেনি। কিছুক্ষণের মধ্যেই টাওয়ারের একেবারে উঠে পড়েন তিনি। নেশার ঘোরে উপরে উঠে একহাত ও একপায়ে ভর দিয়ে নানা রকম কলাকুশলী দেখাতে থাকেন তিনি। যুবকের কাণ্ড দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জাগাঙ্গিরাবাদ থানার পুলিশ ও পুরসভার কর্মীরা। যুবককে নিচে নামাতে নিয়ে আসা হয় দলকল বিভাগের ক্রেন। এদিকে নিচ থেকে চিৎকার করে যুবককে নেমে আসার অনুরোধ করতে থাকেন পুলিশকর্মীরা। যদিও সে কথা কানেও তোলেননি তিনি। প্রায় ২০ মিনিট ধরে এই নাটক চলার পর শেষে নিজেই নিচে নেমে আসেন মদ্যপ যুবক। এরপরই বিবেক নামে ওই মদ্যপ যুবককে আটক করে পুলিশ। পুলিশের তরফে জানা গিয়েছে, অত্যধিক মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত। যার জেরেই এই কাণ্ড করেন তিনি।

এদিকে গোটা ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করে নিচে দাঁড়িয়ে থাকা ভিড়। সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই কমেন্টের বন্যা বয়েছে। কেউ লিখেছেন, ‘মদ্যপানের পর কুছ তুফানি করছিলেন যুবক। তবে মাঝপথে পুলিশ এসে সব ভন্ডুল করল’। কেউ আমার লিখেছেন, ‘এইসব মদ্যপদের উচিত শিক্ষা দেওয়া উচিত’। কারও মতে, ‘মধ্যপ্রদেশ সরকার মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করেছে। হয়ত এরই প্রতিবাদ করছিলেন যুবক’। উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের একাধিক ধর্মীয় শহরে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। যদিও সেই তালিকার বাইরে রয়েছে ভোপাল। সেখানে এই কাণ্ড স্বাভাবিকভাবেই নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement