সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি চালাতে গিয়ে নির্মীয়মাণ ফ্লাইওভারে গাড়ি তুলে দিলেন চালক! ফলস্বরুপ নির্মীয়মাণ ফ্লাইওভারের শেষপ্রান্তে গিয়ে ঝুলে গেল চারচাকা গাড়িটি। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রী ও চালক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার ২৪ নম্বর জাতীয় সড়কের একটি নির্মীয়মাণ ফ্লাইওভারে।
জানা গিয়েছে, গোরক্ষপুর থেকে সোনাউল হয়ে ভারত-নেপালকে যুক্ত করার ওই সড়কটিতে একাধিক উন্নয়মূলক কাজ করা হচ্ছে। রাস্তা চওড়া করার পাশাপাশি একাধিক ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। এমনই একটি নির্মীয়মাণ ফ্লাইওভারে উঠে পড়লে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
VIDEO | Maharajganj, Uttar Pradesh: Occupants of a car had a narrow escape when their vehicle ended up hanging from an under-construction flyover. The incident took place on National Highway 24. The driver of the car was reportedly following online map which led to the accident.… pic.twitter.com/Txpkxgyv3t
— Press Trust of India (@PTI_News) June 10, 2025
স্থানীয়দের মতে, বরিবার রাত ১ টা নাগাদ বিকট শব্দ শোনা যায়। এরপর বাইরে বেরিয়ে দেখা যায় একটি গাড়ি নির্মীয়মাণ ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় রয়েছে। যদিও গাড়িতে কেউ ছিল না।পরেরদিন সকালে পুলিশ পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি ফ্লাইওভার নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলে ক্রেন দিয়ে গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, গাড়িটির নম্বর দেখে মালিকের খোঁজ করা হচ্ছে। কী ভাবে তাঁরা গাড়ি নিয়ে নির্মীয়মাণ ফ্লাইওভারে উঠে গেলেন সেই বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছর বরেলি থেকে বাদাউন যাওয়ার সময় গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে ফ্লাইওভার থেকে নদীতে পড়ে যায় একটি গাড়ি। সে সময় এই ঘটনার দুঃখপ্রকাশ করে গুগল জানিয়েছিল, গুগল ম্যাপকে আরও উন্নত করার জন্য কাজ করা হচ্ছে। যদিও এরই মধ্যে আবারও গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। যদিও বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.