সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাঁ চকচকে রাস্তা। দ্রুত গতিতে ছুটছে গাড়ি। এমনই একটি গাড়ির বনেটের উপর হাত ছড়িয়ে বসে রয়েছে এক নাবালক। চলন্ত গাড়ির বনেটে বসে আসলে সে রিলস বানাচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। যার ক্যাপশনে লেখা, ‘তুই মার, আমি দেখে নেব – এটা বলার মতো বাবা রয়েছে আমার কাছে’। জানা গিয়েছে, ওই নাবালকের বাবা পুলিশের পদস্থ আধিকারিক। আর তাঁরই ক্ষমতা দেখিয়ে ছেলের এমন বেপরোয়া ভাব। হরিয়ানার এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সোশাল মিডিয়ায়।
জানা যাচ্ছে, রক্ষিত বেনিওয়াল নামের এক কিশোর এই কাণ্ড ঘটিয়েছে। সে ভ্লগার। সোশাল মিডিয়ায় রক্ষিতের বেশ জনপ্রিয়তাও রয়েছে। একাধিক সাহসী পোস্ট রয়েছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। ভাইরাল ভিডিওটি প্রোফাইলে ‘পিন টু টপ’ করা রয়েছে। যা ইতিমধ্যেই ৩৬ মিলিয়ন ভিউ পেয়েছে।
View this post on Instagram
ভিডিওটি সামজিক মাধ্যমে ছড়িয়ে পরার পরই নিন্দার ঝড় নেটপাড়ায়। নেট নাগরিকদের বক্তব্য, এই বয়সে এত বেপরোয়া মনোভাব! এসব সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতার অভাব, পরিবারেরও দায় আছে। চলন্ত গাড়ির বনেটে বসে এভাবে রিলস তৈরি শুধু ছেলেটির পক্ষে বিপজ্জনক নয়, আশেপাশের চালকদের জন্যও যথেষ্ট উদ্বেগের। চিরাগ নামে পুণের এক ব্যাক্তি ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ”হরিয়ানায় কী হচ্ছে এসব! এই নাবালকের হাত থেকে গাড়ির স্টিয়ারিং কেড়ে নেওয়া উচিত।” আর একজন লেখেন, ”এই ধরনের স্টান্ট খুব বিপজ্জনক। ভিডিও যে করছে, তার পদস্থ পুলিশকর্মী বাবার পদ ব্যবহার করে কী করছে? এটা খুব চিন্তার বিষয়।” কারও আবার মন্তব্য, ”এমন বিপজ্জনক ভিডিওটি সোশাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া উচিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.