সুমন করাতি, হুগলি: বাড়ি ভর্তি লোকজন। চেয়ারে বসে রয়েছেন বধূ। কোলে তিন সন্তান। সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া বধূর মুখে হাসির ঝিলিক। হুগলির বৈঁচিগ্রামের পূর্বপাড়ার বধূর স্বামী পেশায় দিনমজুর। আর্থিক সমস্যা থাকলেও তিন সন্তানকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখছেন তিনি।
হুগলির বৈঁচিগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা স্বপ্না ক্ষেত্রপাল। তাঁর স্বামী সুব্রত ক্ষেত্রপাল। পেশায় দিনমজুর। অভাবের সংসার। তবে দাম্পত্য সম্পর্ক বেশ মধুর দুজনের। গত ১৭ জানুয়ারি, পূর্ব বর্ধমানের কালনার এক বেসরকারি হাসপাতালে স্বপ্না একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। তিনটিই পুত্রসন্তান। স্বপ্না নিজেই তিন সন্তানের নাম ঠিক করেন। বড় ছেলের নাম অঙ্কিত, মেজো ছেলের নাম আদি এবং ছোট ছেলের নাম রেখেছেন অগ্নি। বেশ কয়েকদিন ভর্তি থাকার পর বুধবার নিজের বাড়ি ফেরেন তিনি।
আর্থিক স্বচ্ছলতা নেই স্বপ্না ও সুব্রতর। তবু গাড়ি সাজিয়ে স্ত্রী এবং তিন সন্তানকে বাড়ি আনার ব্যবস্থা করেন স্বপ্নার স্বামী। গোটা পাড়াকে মিষ্টিমুখ করান। স্বপ্না ও তাঁর তিন সন্তানকে দেখতে বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা। স্বপ্না জানান, তাঁর বাপের বাড়িতে যমজ সন্তানের জন্ম দিয়েছেন অনেকেই। স্বপ্নার দিদিমা যমজ মেয়ের জন্ম দিয়েছিলেন। আবার তাঁর মা-ও যমজ পুত্রসন্তানের জন্ম দেন। স্বপ্না একসঙ্গে তিন সন্তানের মা হওয়ায় অত্যন্ত খুশি। তিন সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার স্বপ্নে বিভোর স্বপ্না ও সুব্রত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.