Advertisement
Advertisement
Rajasthan

চোস্ত ইংরেজিতে বক্তৃতা মহিলা প্রধানের, সভাতেই প্রংশসা জেলাশাসকের, ভাইরাল ভিডিও

সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই দুজনেরই প্রংসশা করেছেন নেট নাগরিকরা।

IAS officer Tina Dabi's reaction as woman sarpanch delivers speech in fluent English at Rajasthan
Published by: Subhankar Patra
  • Posted:September 17, 2024 5:00 pm
  • Updated:September 17, 2024 6:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে বসে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সামনে জনতার ভিড়। পোডিয়ামে গ্রামের মহিলা পঞ্চায়েত প্রধান। ঘোমটায় মুখ ডাকা। গড়গড়িয়ে ইংরেজিতে কথা বলে চলেছেন তিনি। সেই মঞ্চে আলোচনা হচ্ছে জল সংকট ও সেই সংক্রান্ত বিষয়ে। বক্তব্যের শেষে হাততালিও কুড়োলেন তিনি। প্রংশসা করেছেন খোদ জেলাশাসক।  সেই ভিডিও ছড়িয়ে পড়তেই খবরের শিরোনামে দুই মহিলা। 

রাজস্থানের বারমের জেলার জালিপা গ্রামের জল মহোৎসব অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলার সদ্য দায়িত্বরপ্রাপ্ত জেলাশাসক টিনা দাবি। সেই অনুষ্ঠানে রাজস্থানের ঐতিহ্যশালী পোষাক পরে নিজের কথা বলছিলেন পঞ্চায়েত প্রধান সনু কানওয়ার।

Advertisement

জেলাশাসক উপস্থিত হওয়ায় চোস্ত ইংরেজিতে তাঁকে বলতে শোনা যায়, ” এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি খুব গর্বিত। সবার প্রথমে আমি আমাদের জেলাশাসক টিনা ম্যাডামকে স্বাগত জানাচ্ছি।” কানওয়ারকে সেই অনুষ্ঠানে জলের সংকটের বিষয়ে বলতে শোনা যায়। সেই সময় জেলাশাসক আইএস টিনা তাঁর প্রংশসা করেন। নেটপাড়ার বাসিন্দারা দুজনেরই প্রংশসা করেছেন।

 সেই ভিডিওর কমেন্ট বক্সে এক নেট নাগরিক লেখেন, ‘এটাই আজকের ভারতে মহিলাদের শক্তির নমুনা।’ আর একজন লেখেন,’ জলিপাল গ্রামের প্রধানকে অনেক ধন্যবাদ। আমাদের গ্রামীণ এলাকায় মহিলাদের শক্তি হিসাবে প্রতিনিধিত্ব করছেন আপনি।’

এদিকে, আইএএস টিনা দাবি ২০১৫ সালে তাঁর প্রথম ইউপিএসি পরীক্ষাতেই প্রথমস্থান অধিকার করেন। মাত্র ২২ বছর বয়সে সেই কীর্তি গড়েন তিনি। তার পর জয়সলমেঢ়
জেলার দায়িত্ব পান টিনা। সম্প্রতি, তিনি বারমের জেলার দায়িত্ব পেয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement