সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে মুমুর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুল্যান্স। কোনও উপায় না পেয়ে তাই রোগীকে স্ট্রেচারে করেই বয়ে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্য়রা। কিন্তু তাঁদের জন্য পথে অপেক্ষা করছিল আর এক বিপদ। হাসপাতাল যাওয়ার রাস্তাতেই পড়ল এক রেললাইন। তাতে আবার দাঁড়িয়ে মালগাড়ি। কিন্তু ট্রেনটি সরার অপেক্ষা করার সময় ছিল না। তাই মালগাড়ির নিচ দিয়েই ঝুঁকি নিয়ে মুমুর্ষু রোগীকে বের করে লাইন পার করানো হল। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জৈন্তগড়ের মুন্ডাসাহি গ্রামের। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুল্যান্স ডাকেন পরিবারের লোকজন। কিন্তু গ্রামে ঢোকার প্রধান রাস্তা পাকা না হওয়ায় অ্যাম্বুল্যান্স চালক জানান ভিতরে ঢোকা সম্ভব নয়। রোগীকে কোনওভাবে এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে হবে। তাই কোনওভাবে একটি স্ট্রেচার জোগাড় করে রোগীকে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু বিপত্তি ঘটে মাঝ রাস্তায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক রোগীকে স্ট্রেচারে নিয়ে ট্রেনের নিচ দিয়ে বার করে আনছেন তিন-চার জন। পিছনে ট্রেনের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছেন আরও কয়েক জন। মালগাড়িটি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় তাঁরা বাধ্য হয়েছেন এইভাবে রোগীকে নিয়ে যেতে। এই ভিডিও দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। যেভাবে ঝুঁকি নিয়ে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে অনেকেই রাজ্যের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেরই অভিযোগ রাস্তা নির্মাণ ও রক্ষনাবেক্ষণের খাতে অর্থ ব্যয় করা হলেও রাস্তার অবস্থা বেহাল। ফলে এভাবেই ভুগতে হয় সাধারণ মানুষকে।
मालगाड़ी के नीचे से मरीज को पार कराया रेलवे ट्रैक
झारखंड से एक चौंकाने वाली घटना सामने आई है. लंबे समय तक रेलवे ट्रैक पर खड़ी एक मालगाड़ी ने लोगों की मुश्किलें बढ़ा दीं. कई लोग अपनी जान जोखिम में डालकर मालगाड़ी के नीचे से गुजरते दिखे. हालात तब और गंभीर हो गए जब स्ट्रेचर पर लेटे… pic.twitter.com/WEq90XnVT6
— Rajak Shaikh (@rajak_sahil1) November 29, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.