সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম সত্যিই সিগন্যাল মানে না। জীবন তো বটেই, রাস্তাতেও এবার সে বড় বেপরোয়া। তেমনই ছবিই এবার দেখা গেল কানপুরের রাস্তায়। ছুটন্ত বাইকের তেলের ট্যাঙ্কে এলোকেশীকে মুখোমুখি বসিয়ে রোম্যান্সে মত্ত চালক প্রেমিক। দুরন্ত গতিতে ছুটে চলা বাইকে আদিম প্রেমে এতটাই মেতে উঠেছে যুগল যে আশেপাশের পৃথিবী তখন নিভে গিয়েছে তাঁদের কাছে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওর সূত্র ধরেই যুগলকে শিক্ষা দিতে তৎপর পুলিশ।
সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক ও তাঁর মহিলা সঙ্গীকে কোলে তুলে ওই অবস্থাতেই চড়ে বসেছেন কালো রঙের বাইকে। তেল ট্যাঙ্কের উপর যুবতীকে মুখোমুখি বসিয়ে বাইকে স্টার্ট দিলেন তিনি। এর পর দ্রুত গতিতে ছুটে চলত বাইক। বাইক চলছে ঠিকই তবে চালক মেতে রয়েছেন সঙ্গিনীর সঙ্গে রোম্যান্সে। গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রাফিক নিয়ম ভাঙা ওই যুগলের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন নেটিজেনরা। বিষয়টি নজরে পড়তেই তৎপর হয়েছে পুলিশ।
#कानपुर चलती बाइक पर रोमांस करते कपल का वीडियो वायरल..
गंगा बैराज के पास का बताया जा रहा है वायरल वीडियो। #kanpur #viralvideo #sirfsuch #news pic.twitter.com/xi5zdCkde5
— ठाkur Ankit Singh (@liveankitknp) January 10, 2025
পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনা কানপুরের গঙ্গা ব্যারেজ অঞ্চলের। যা নওয়ানগঞ্জ থানার অন্তর্গত। ভিডিওটি কবেকার তা অবশ্য জানা যায়নি। সোশাল মিডিয়ায় ভিডিওটি তুলে ধরে কানপুর পুলিশকে ট্যাগ করেছেন এক নেটিজেন। এবং পদক্ষেপের দাবি জানিয়েছেন। এরপরই পুলিশের তরফে সেখানে প্রত্যুত্তর দেওয়া হয়। যেখানে পুলিশ জানায়, বিষয়টি আমাদের নজরে এসেছে। এবং তদন্ত শুরু হয়েছে। এদিকে সূত্রের খবর, ভিডিওটিতে চালকের আসনে যে যুবক বসে রয়েছেন তিনি কানপুরের আবাস বিকাশ এলাকার বাসিন্দা। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে এর আগে অন্তত ১০ বার তাঁকে জরিমানা করেছে পুলিশ। তারপরও হুঁশ ফেরেনি যুবকের। অনুমান করা হচ্ছে, রিলস বানানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুগল।
অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, এর আগে গত বছরের জুনে ঠিক একই ঘটনা প্রকাশ্যে আসে। যেখানে চলন্ত বাইকে টাইটানিক সিনেমার বহুল জনপ্রিয় ভঙ্গিতে এক যুবককে চলন্ত বাইকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার আগে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছিল কানপুর পুলিশ। অভিযোগ ওই যুবক পুলিশের সামনেই বিপজ্জনকভাবে বাইক স্টান্ট করছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.