সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তের শপিং মল। দুপুরে খানিক ভিড় জমেছে। শীতের দুপুরে শপিংয়ে মেতেছে আমজনতা। কিন্তু তার কাটল এক বাঁদরের তাণ্ডবে। শপিং মলে তার বাঁদরামিতে অস্থির ক্রেতারা। কলা খাইয়েও শান্ত করা যায়নি তাকে। উলটে এক মহিলার মাথায় চড়ে বসেছে। পা থেকে ছিনিয়ে নিয়েছে জুতোও। এই বাঁদরামির ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। শনিবার দুপুর নাগাদ সেখানকার সিটি কার মলে আচমকা ঢুকে পড়ে একটি বাঁদর। গোটা মল জুড়ে কার্যত দাপিয়ে বেড়ায় সে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পোশাক কিনতে আসা এক মহিলার ঘাড়ে লাফিয়ে পড়ছে বাঁদরটি। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ভয় পেয়ে বসে পড়েন মেঝেতে। ঠিক সেই সময়ে মহিলার পা থেকে টেনে একপাটি জুতো খুলে নেয় বাঁদরটি। পাশে বসে মনের আনন্দে সেই জুতো চিবোতে থাকে।
বিপদ বুঝে বাঁদরটিকে ধরতে চেষ্টা করেন শপিং মলের কর্মীরা। কম্বলে জড়িয়ে তাকে পাকড়াও করার চেষ্টা চলে। কিন্তু যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে সে চড়ে বসে কাপড় ঝোলার র্যাকে। সেখান থেকে ফের ঝাঁপিয়ে পড়ে ক্রেতাদের উপর। কম্বলে জড়িয়ে ধরার চেষ্টা ছেড়ে অন্যভাবে তাকে আটকানোর চেষ্টা শুরু হয়। কলা এনে তাকে খাইয়ে শপিং মল থেকে বের করতে চান কর্মীরা। কিন্তু সেই চেষ্টাও ভস্মে ঘি ঢালার মতো ব্যর্থ। শেষ পর্যন্ত কীভাবে বাঁদরটিকে বের করা হল, জানা নেই। তবে বাঁদরামির ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
Chaos at City Kart Mall in Jhansi! 🚨
A #monkey attacked a woman and ran off with her shoe. #UttarPradesh continues to see bizarre monkey antics. pic.twitter.com/Y3fs0N71TA
— Backchod Indian (@IndianBackchod) January 11, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.