Advertisement
Advertisement
Dooms day Fish

তামিলনাড়ুতে উঠে এল দৈত্যাকার ‘ডুমস ডে ফিশ’, বড় বিপদের ইঙ্গিত!

দেখুন বিশালাকার মাছের ভাইরাল ভিডিও।

Rare Dooms day Fish Spotted In TamilNadu
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 19, 2025 11:42 pm
  • Updated:June 19, 2025 11:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপকূলে উঠে এল গভীর সমুদ্রের বিশালাকার মাছ। অনেকের বিশ্বাস, বড় কোনও বিপদের আভাস দিতেই দেখা দেয় এই মাছ! যদিও বিশেষজ্ঞরা বলছেন অন্য কারণের কথা। সে যাই হোক বিশ্বের বিভিন্নদেশের উপকূলে দেখা মেলা সেই মাছই উঠে এল তামিলনাড়ু উপকূলে। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে ৩০ ফুট লম্বা ‘ডুমস ডে ফিশ’।

Advertisement

জানা গিয়েছে, এই মাছের প্রকৃত নাম ওর ফিশ। বিজ্ঞানসম্মত নাম Rehalecus glesne। এটিই পৃথিবীর দীর্ঘতম কশেরুকাযুক্ত মাছ। মূলত গভীর সমুদ্রে বসবাস এই মাছের। খুব কম সময়েই পাড়ের দিকে উঠে আসে এরা। জাপানিরা বিশ্বাস করে, কোনও বড় বিপদের বার্তা দিতেই পাড়ে উঠে আসে এই মাছ। তাদের মতে, এই মাছের দেখা পাওয়া মানে কোনও ভূমিকম্প, সুমানির মতো দুর্যোগের পূর্বাভাস পাওয়া। শোনা যায়, ২০১১ সালে জাপানে সুনামি হওয়ার আগে সেখানকার উপকূলে এই ওর ফিশ বা ডুমস ডে ফিশ দেখা গিয়েছিল। এবার এই মাছের দেখা মিলল তামিলনাড়ুতে। আর যা নিয়েই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, সাতজন মিলে বিশালাকার মাছটিকে ধরে রেখেছেন। মূলত ধীর গতিতে চলাচল করে এই মাছ। এই মাছ খুব অলস প্রকৃতির বলে জানা গিয়েছে।

এদিকে এই মাছকে নিয়ে নানান কথা বলা হলেও, বিজ্ঞানীরা কিন্তু সেই বিষয়টি মানতে চাইছেন না। তাঁদের মতে, গভীর সমুদ্রে তাপমাত্রা পরিবর্তন বা অসুস্থতার কারণে এই মাছ উপকূলের দিকে চলে আসতে পারে। তাছাড়া প্রজননের সময়ও এই প্রজাতির মাছ গভীর সমুদ্র থেকে উপরের দিকে আসে। এই মাছ দেখা যাওয়া মানেই কোনও প্রাকৃতিক বিপর্যয় দেখা যাবে এর কোনও মানে নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement