Advertisement
Advertisement

ঘুমাতে ভালবাসেন? আপনার জন্য মোটা মাইনের চাকরি আছে নাসার কাছে

জানেন কত টাকা মাইনে?

Sleep for 70 days, get paid by NASA
Published by: Subhajit Mandal
  • Posted:September 13, 2018 4:07 pm
  • Updated:September 13, 2018 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমাতে কে না ভালবাসেন। রোজকার ছাপোষা জীবন, আর সকাল থেকে রাত পর্যন্ত অফিসে বসের চোখরাঙানির মাঝখানে যদি একটু ঘুমিয়ে নেওয়া যেত! কিংবা ধরুন, প্রত্যেকদিন সূর্য ওঠার আগেই তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হতে না হত? কী ভালই না হত।

[বিলেতে মেয়ের জন্য ১২ জন পরিচারক নিয়োগ ভারতীয় ধনকুবেরের, খরচ কত জানেন?]

আসলে জীবনে সকলেই খোঁজে একটা আরামের চাকরি। যাতে বেশি পরিশ্রম করতে হবে না, অথচ মাস গেলে মোটা টাকার মাইনে চলে আসবে আপনার অ্যাকাউন্টে। এমন চাকরির স্বপ্ন দেখেন না এমন মানুষ পাওয়া বোধ হয় দুষ্কর। তাছাড়া আরাম এবং ঘুম-প্রিয় মানুষের তো আর অভাব নেই। এমন অনেক মানুষ পাবেন যারা সারাদিন বেমালুম ঘুমিয়ে কাটিয়ে দিতে পারেন। সেই সব মানুষের জন্য একটা অসাধারণ চাকরির প্রস্তাব নিয়ে এল নাসা। হ্যাঁ ঠিকই দেখেছেন, আর কেউ নই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

Advertisement

নাসার নয়া অফার। আপনাকে টানা ৭০ দিন কাটাতে হবে বিছানায় শুয়ে শুয়ে। আপনি যতক্ষণ খুশি ঘুমাতে পারেন। কোনও অসুবিধা নেই। আর এই ৭০ দিন ঘুমানোর জন্য আপনি পাবেন ১২ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ১০ লক্ষ টাকা। ভাবতে পারছেন খালি ঘুমানোর জন্য এত টাকা। আসলে নাসার বিজ্ঞানীরা নতুন করে গবেষণা করতে চাইছেন, বিছানায় শুয়ে থাকা অবস্থায় মানুষের শরীরের ওজনের কোনও তারতম্য হয় কিনা। টানা ঘুমিয়ে থাকলেন মানবদেহ কীভাবে পরিবর্তিত হয় সেটাই মূলত গবেষণার বিষয়। আর সেকারণেই ঘুম-বীর প্রয়োজন নাসার। কিন্তু সমস্যা একটাই আপনি এই ৭০ দিন বিছানা ছেড়ে উঠতে পারবেন না। খাওয়া-দাওয়া, স্নান সবকিছু আপনাকে করতে হবে শুয়ে শুয়েই। প্রকৃতির ডাকে সাড়া দিতে বিছানা ছাড়া যাবে কিনা সেটা অবশ্য জানানো হয়নি।

Advertisement

[OMG! পেট্রল বা ডিজেলে নয়, এই বাইকটি চলে ভদকায়!]

ঘুমপ্রিয়দের জন্য চাকরি কিন্তু এই প্রথম নয়। ২০১৩ সালে এমনই এক গবেষণায় প্রচুর ঘুমপ্রিয় মানুষকে নিয়োগ করেছিল ফিলিপিন্সের বিজ্ঞানীরা। এছাড়াও ঘুম সম্পর্কিত বহু চাকরি আছে উন্নত দেশগুলিতে। মডেলন গুঁইজ নামের শিকাগোর এক মহিলা তো খালি ঘুমিয়ে গোটা বছরে প্রায় ২৫ লক্ষ টাকা রোজগার করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ