সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার মার্কিন মসনদে বসেছেন ধনকুবের শিল্পপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি যতখানি বিতর্কিত চরিত্র, ততটাই জনপ্রিয়ও বটে। কতখানি জনপ্রিয় তার উদাহরণ মিলল ভারতের অলঙ্কারনগরী সুরাটে। সেখানে একটি হিরা নির্মাণকারী সংস্থা তৈরি করল অভিনব ‘হিরের ট্রাম্প’। গবেষণাগারে তৈরি ৪.৫ ক্যারেট হিরের উপরে তৈরি করা হয়েছে ট্রাম্পের অবয়ব। যা উপহার দেওয়া হবে খোদ মার্কিন প্রেসিডেন্টকে।
এর আগে এই হীরা নির্মাণকারী সংস্থার ৭.৫ ক্যারেটের গবেষণাগারে তৈরি একটি হিরা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে গ্রিনল্যাব হীরের টুকরো তৈরি করা হয়েছে তিন মাসের পরিশ্রমে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা গিয়েছে। সুরাটের হীরা সংস্থার মালিক স্মিথ প্যাটেল বলেন, “তিন মাস ধরে হীরক খণ্ডটি তৈরি করেছি আমরা। আমাদের বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যাতেই খোদাইটা হয় ট্রাম্পের মুখের আকারে। এই ঘটনা ইন্দো-মার্কিন সম্পর্কের প্রতিক। আমরা ট্রাম্পকে বলতে চাই যে আমাদের সৃজনশীলতা এবং ল্যাব-উত্থিত হীরা উৎপাদন অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প রেকর্ডসংখ্যক এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প। নিঃসন্দেহে অন্যতম বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নাম সরানো। এছাড়াও জন্মগত নাগরিকত্বের অধিকার থেকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ তুলে দেওয়া কিংবা প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার মতো নানা বিষয় রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.