Advertisement
Advertisement

Breaking News

Poppy Seed

চুরির পোস্তবাটা মেখে খাওয়া হল না ভাত! ভুল করে সুজি লুটের পর হতাশ চোর

বাড়ি ফিরে মাথায় হাত পড়ে চোরের। 

Thief mistakenly stolen semolina instead of poppy seed
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 27, 2024 7:16 pm
  • Updated:November 27, 2024 7:16 pm  

ধীমান রায়, কাটোয়া: অ্যাসবেসটসের ছাউনি ফুঁটো করে দোকানে ঢুকতে বহু খাটাখাটনি করতে হয়েছিল। ক্যাশবাক্সে যা ছিল তাতে খাটনির পারিশ্রমিক তেমন হচ্ছিল না। তাই শেষমেশ দুপ্যাকেট পোস্ত নিয়েই পালিয়েছিল চোর। বাড়িতে গিয়ে পোস্ত বাটা দিয়ে ভাত খাওয়ার শখ হয়েছিল তার। কিন্তু ওই পোস্ত বাটতে গিয়ে দেখা যায় পোস্ত ভেবে যা চুরি করে আনা হয়েছে, তা আসলে সুজি! মাথায় হাত পড়ে চোরের। 

পোস্তর দাম আকাশছোঁয়া। প্রতি কেজি পোস্ত প্রায় ৩ হাজার টাকা। তাই রাতে মুদিখানার চাল ফুটো করে চুরি করতে ঢুকে পোস্ত ভেবে সুজি নিয়ে চলে যায় চোর। সেই চোরকে ২৪ ঘণ্টার মধ্যে পাকড়াও করার পাশাপাশি চুরি করা প্রায় ৫০০ গ্রাম সুজিও উদ্ধার করেছে ভাতার থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভাতারের বিজিপুর গ্রামের বাসিন্দা হাসিবুল শেখের মুদিখানা দোকান রয়েছে কুবাজপুর বাসস্ট্যান্ডে।

Advertisement

শনিবার হাসিবুল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে, অ্যাসবেসটস ছাউনি ফুটো করে তাঁর দোকানে চুরি হয়ে গিয়েছে। ক্যাশবাক্স থেকে নগদ কিছু টাকা চুরি গিয়েছে। পাশাপাশি দোকানের অল্প কিছু সামগ্রীও লুট হয়েছে। চুরির অভিযোগ পেয়েই তদন্তে নামে ভাতার থানার পুলিশ। থানার ওসি বুদ্ধদেব ঢুলি জানান, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে এবং বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে চোরকে মোটামুটি চিহ্নিত করে ফেলা হয়। শনিবার রাতেই ভাতারের বলগোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে ভাতার থানার পুলিশ গ্রেপ্তার করে সিরাজুল শেখকে।

জানা যায়, ধৃতের বাড়ি বীরভূম জেলার নানুর থানার সাঁওতা গ্রামে। ধরার পর চুরির কথা স্বীকার করে নেয় সিরাজুল। কুবাজপুরের পাশেই এড়াচিয়া গ্রামে ওই যুবকের শ্বশুরবাড়ি। সেই সুবাদে এলাকায় দোকানপাটগুলো তার পরিচিত ছিল। সুযোগ বুঝে রাতে কুবাজপুর বাসস্ট্যান্ডে ওই মুদিখানা দোকানে হানা দেয় সে। কিন্তু দোকানের দরজায় তালা দেওয়া ছিল। ওই রাস্তা দিয়ে পুলিশের টহলদারি ভ্যান আনাগোনা করে। তাই দরজার তালা ভাঙ্গা ঝুঁকি না নিয়ে পিছনের দিকে অ্যাসবেসটস ভেঙে চাল ফুটো করে দোকানে ঢোকে সিরাজুল। আবছা আলোয় ক্যাশবাক্স সাফাই করে।

কিন্তু নগদ টাকা যা ছিল তা মনপুত হয়নি। এর পর একটি টিন হাতড়ে পোস্ত ভেবে দুপ্যাকেট সুজি নিয়ে চম্পট দেয় সিরাজুল। কিন্তু বাড়িতে গিয়ে বুঝতে পারে আসলে পোস্ত ভেবে যা চুরি করে এনেছে সেটা সুজি। শনিবার গ্রেপ্তার করার পর ধৃতকে হেফাজতে নেয় পুলিশ। এর পর সোমবার রাতে ধৃতকে সঙ্গে করে নিয়ে গিয়ে পুলিশ চুরি করা নগদ টাকা এবং প্রায় ৫০০ গ্রাম সুজি উদ্ধার করে। ধৃতকে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement