Advertisement
Advertisement

Breaking News

Prayagraj

সড়কে দীর্ঘ জ্যাম, নদীপথে ২৪৮ কিমি ডিঙিয়ে মহাকুম্ভে হাজির পুণ্যার্থী

জানা যাচ্ছে, বিহারের বক্সার থেকে নদীপথে কুম্ভে পৌঁছন এই পুণ্যার্থীরা।

To avoid traffic jam friends travel to Prayagraj by boat

নৌকায় সফররত পুণ্যার্থীরা।

Published by: Amit Kumar Das
  • Posted:February 16, 2025 5:58 pm
  • Updated:February 16, 2025 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণ্যলাভের আশায় মহাকুম্ভমুখী গোটা ভারত। সময় যত গড়াচ্ছে, ভিড় ততই বাড়ছে প্রয়াগরাজের পুণ্যতীর্থে। কোটি কোটি মানুষের উদ্দীপনার জেরে বিপত্তিও কম নেই। ৩০০ কিলোমিটারের দীর্ঘ যানজটের রেকর্ড গড়েছে প্রয়াগরাজ। তবে পুণ্যের পথে এ বাধাকে ফুৎকারে উড়িয়ে নৌকাকে সঙ্গী করল একদল উৎসুক যুবক। গঙ্গায় ২৪৮ কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পৌঁছে ডুব দিলেন তাঁরা। ওই যুবকদের এহেন কীর্তি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে।

মহাকুম্ভগামী প্রবল ভিড়ের কারণে ৩০০ কিলোমিটারের দীর্ঘ যানজট ইতিমধ্যেই দেখেছে বিশ্ব। যানজট দেখা গিয়েছে বিহার পর্যন্ত। সড়কপথের এই সমস্যা এড়াতে নদীপথ ধরেন একদল যুবক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গঙ্গার উপর দিয়ে তরতড়িয়ে ছুটে চলেছে নৌকা। সেখানে বসে রয়েছেন জনা পাঁচেক যুবক। নৌকার গতিপথ ঠিক রাখতে পিছনে দাঁড় ধরে দাঁড়িয়ে রয়েছেন আরও একজন। নির্জন নদীপথে বাধাহীনভাবে ইঞ্জিনের নৌকা ছুটে চলেছে সর্বোচ্চ গতিতে। যাত্রীদের চোখে মুখে উৎসাহ উদ্দীপনার খামতি নেই। সূত্রের খবর, বিহারের বক্সার থেকে নদীপথে যাত্রা শুরু করেছিলেন এই যুবকরা।

Advertisement

কয়েক সেকেন্ডের এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার হয়েছে ‘ইন্দোরিরিপোর্টার২১’ নামের এক ইন্সটাগ্রাম পেজ থেকে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, মহাকুম্ভ ২০২৫, যানজটে বিরক্ত হয়ে নৌকায় ২৪৮ কিলোমিটারের সফর। মহাকুম্ভে গিয়ে সারলেন স্নান।’ ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হতেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। ওই যুবকদের বাহবা দিয়ে কমেন্ট করেছেন বহু মানুষ। কেউ লিখেছেন, ‘মহাকুম্ভে যাওয়ার উৎসাহ দেখুন। ২৪৪ কিমি নৌকায় সফর সারলেন একদল যুবক।’ একজন লিখেছেন, ‘না জ্যাম, না টোল ট্যাক্সের ঝঞ্ঝাট। এরাই সবচেয়ে চালাক পুণ্যার্থী। এই বুদ্ধি আমার মাথায় কেন এল না।’

উৎসাহী আর এক নেটিজেন লিখেছেন, ‘এই ঘটনাক ইতিহাসে লেখা থাকবে। ২০২৫ সালের মহাকুম্ভে পুণ্যার্থীরা আকাশ, সড়ক, রেল ও জলপথেও আস্থার ডুব দিয়েছেন।’ একজনের দাবি, ‘এটাই যানজটমুক্ত সহজ সফর।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement