Advertisement
Advertisement
Uttar Pradesh

মাসে আয় ১৫ হাজার, ৩৩ কোটি টাকার আয়কর নোটিস পেয়ে ঘুম ছুটল সাফাইকর্মীর

চিঠির ভিত্তিতে আয়কর বিভাগের অফিসে গেলেও কোনও সদুত্তর পাননি ওই সাফাইকর্মী।

Uttar Pradesh sanitation worker gets tax notice of Rs 33.88 crore

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:April 2, 2025 1:18 pm
  • Updated:April 2, 2025 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোটি শব্দটা কানে শুনলেও কখনও চোখে দেখার সৌভাগ্য হয়নি। সাফাইকর্মী হিসেবে কাজ করে মাসে আয় করেন সাকুল্যে ১৫ হাজার টাকা। তাতেই কোনও মতে চলে যায় সংসার। উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা এহেন করণ বাল্মীকিকে ৩৩ কোটি ৮৮ লক্ষ টাকার আয়কর নোটিস পাঠাল আয়কর বিভাগ। ওই নোটিসে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি দপ্তর থেকে এমন চিঠি পেয়ে ঘুম ছুটেছে করণের।

জানা গিয়েছে, আলিগড়ের স্টেট ব্যাঙ্কের খাইর শাখার সাফাই কর্মী হিসেবে কর্মরত করণ। মাসে মাইনে পান মোট ১৫ হাজার টাকা। যুবকের দাবি, গত ২৯ মার্চ আয়কর দপ্তরের তরফে তাঁর কাছে একটি নোটিস আসে। যেখানে বলা হয়, ৩৩ কোটি ৮৮ লক্ষ ৮৫ হাজার ৩৬৮ টাকার লেনদেন করেছেন করণ। ৩১ মার্চের মধ্যে এই নোটিসের জবাবদিহি করতে বলা হয়েছে ওই যুবককে। ওই চিঠি নিয়ে ৩১ মার্চ আয়কর বিভাগের অফিসে যান করণ। সেখানকার সরকারি কর্তারা তাঁকে পরামর্শ দেন এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার। তবে পুলিশের কাছে গেলে পুলিশ সেই অভিযোগ নিতে রাজি হননি। এই অবস্থায় কী করা উচিত তা ভেবে কূল পাচ্ছেন না ওই সাফাইকর্মী। আয়কর দপ্তরের তরফেও এই বিষয়ে কোনও সদুত্তর মেলেনি।

Advertisement

তবে আয়কর বিভাগের এমন বিদ্ঘুটে নোটিস অবশ্য প্রথমবার নয়। এর আগে মধ্যপ্রদেশের এক ডিম বিক্রেতাকে ৫০ কোটি টাকার নোটিস পাঠিয়েছিল আয়কর বিভাগ। উত্তরপ্রদেশের আলিগড়ের এক ফলের রস বিক্রেতা সাড়ে ৭ কোটি টাকার আয়কর নোটিস পান। এর পাশাপাশি এক তালা বিক্রেতাকে ১১ কোটির নোটিস পাঠাতে দেখা যায় দেশের আয়কর বিভাগকে। এবার আয়করের কোপে পড়লেন সাফাই কর্মী। বারবার এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে দেশের আয়কর দপ্তর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement