সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল।’ শুক্রবার দোল উৎসব। আজ বৃহস্পতিবার নেড়া পোড়া। এদিন থেকেই দেশজুড়ে শুরু হয়েছে দোল বা হোলি পালনের প্রস্তুতি। রংয়ের উৎসবে সবাই রঙিন হয়ে ওঠেন। তাতে নতুন কিছু নেই। সঙ্গে দেদার বিক্রি হয় মিষ্টিও। তাতেই চমকে দিয়েছে এক মিষ্টির দোকান। সেই দোকানে এক কেজি গুজিয়া বিক্রি হচ্ছে ৫০ হাজার টাকায়! যা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়।
অবাক করা ঘটনাটি উত্তরপ্রদেশের। একটি দোকানের একাধিক মিষ্টি বিক্রি হচ্ছে। কিন্তু সবার মধ্যে নজর কেড়েছে সোনার গুজিয়া। যার প্রতিটির দাম ১৩০০ টাকা। এক কেজির দাম ৫০ হাজার টাকা।
কেন এত দাম? সত্যি কি গুজিয়াতে সোনা থাকছে? উত্তরে ওই দোকানের ম্যানেজার শিবকান্ত চতুর্বেদী বলেন, “গুজিয়ার ভিতরে রয়েছে বিশেষ ড্রাই ফ্রুট। যা সাধারণত একটা গুজিয়াতে থাকে। তবে সঙ্গে থাকছে ২৪ ক্যারাট সোনার স্তর। সেই জন্যই এক একটি গুজিয়ার দাম রাখা হয়েছে ১৩০০ টাকা।” এই কাণ্ডে অবাক স্থানীয়রাও।
অন্যদিকে, উত্তরপ্রদেশের লখনউয়ের একটি দোকান গুজিয়া তৈরি করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে। ইন্ডিয়ার সব থেকে বড় গুজিয়া তৈরি করেছে তারা। যার ওজন ৬ কিলোগ্রাম। লম্বায় ২৫ ইঞ্জি। তাঁদের দাবি, ভূ-ভারতে এর থেকে বড় গুজিয়া কোথাও তৈরি হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.