Advertisement
Advertisement

Breaking News

Viral video

ভাইয়ের নিথর দেহের পাশে বসে রিল বানাতে ব্যস্ত দিদি! ভিডিও দেখে স্তম্ভিত নেটদুনিয়া

এ কেমন সামাজিক অবক্ষয় প্রশ্ন নেট নাগরিকদের।

Viral video: Sister making reels sitting next to her brother's dead body
Published by: Subhankar Patra
  • Posted:January 25, 2025 4:22 pm
  • Updated:January 25, 2025 6:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কামরার ঘর। জিনিসপত্র এলোমেলো। কোণে রাখা  সাদা কাপড়ে ঢাকা স্বামীর মরদেহের উপর কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। তবে নির্লিপ্ত ভঙ্গিতে ‘কয়েকটি ভিউয়ের আশায়’ সেই ঘটনার রিলস বানাচ্ছেন দিদি! এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ায়। যা নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। ওই দিদি-ভাইয়ের পরিচয় জানা যায়নি। কিন্তুর দিদির ভাবভঙ্গি, রিলস বানানোর নেশা দেখে চটে লাল নেটিনেজরা। ভাইয়ের দেহ ওই যুবতীর কাছে যেন একটি ‘কনটেন্টের’ বস্তু! নিজের প্রিয়জনকে হারানোর বেদনা মাত্র নেই তাঁর চোখে মুখে।

Advertisement

ভিডিওটিতে ওই যুবতীকে তাঁর বউদিকে বলতে শোনা গিয়েছে, “তুমি কেঁদো না, মানুষের জন্ম, মৃত্যু কখন কেউ বলতে পারবে না। সব ভাইরা একসঙ্গে থাকো। কখন যে কী হয়ে যাবে।” কথাগুলো খুব একটা মিথ্যা না হলেও ওই দিদির মানসিকতা প্রশ্নের মুখে পড়েছে। যুবতীর সঙ্গে ছিলেন আরও এক মহিলা। তিনি মোবাইল ধরে ছিলেন। তাঁর চোখে মুখে কোনও বেদনার ছাপ দেখা যায়নি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajeev Kumar (@noble_mobile_shopee)

ভিডিও ভাইরাল হতেই অনেকে কটাক্ষ করেছেন ওই মহিলাকে। বলছেন কী ‘নির্লজ্জ’ তিনি। কারও আবার প্রশ্ন, ‘মানুষ কী এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছে?’ এক ব্যক্তি ওই ভিডিও দেখার পর প্রশ্ন তুলেছেন, ‘কেমন দিদি আপনি? লজ্জা করছে না? আরেকজন লিখেছেন, ‘কিছু ভিউর জন্য এতটা নিচে কী করে নামতে পারলেন? আর কী কী করবেন আপনি?’

এই নিচু মানসিকতার জন্য অনেকে আবার সমাজের অধঃপতনকে দায়ি করেছেন। তাঁদের দাবি, অনেক দিন ধরেই সমাজের একাংশে পচন ধরেছে। এই রিল সেই পচনেরই দুগর্ন্ধ হিসাবে ছড়িয়ে পড়েছে। ভাইয়ের মৃত্যুতে দিদি কী করে রিলস বানাতে পারেন তা ভেবে পাচ্ছেন না অনেকে। ভিডিও ছড়িয়ে পড়তেই আরও একবার প্রমাণ হল অনেকেই নিজের হুঁশ হারিয়ে ফেলেছেন রিলস বানানোর নেশায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement