Advertisement
Advertisement

Breaking News

সঞ্চয় করব কীভাবে? টুইটারে টিপস চেয়ে অদ্ভুত পরামর্শ পেলেন তরুণী!

পরামর্শ দেখে হাসির রোল নেটদুনিয়ায়।

Woman asks for tips to save money. Invest in onions, says a youth
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 11, 2019 7:00 pm
  • Updated:December 11, 2019 7:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা কম বেশি সকলেই করেন। তবে কেউ পারেন কেউ আবার শখ পূরণের খরচ করে ফেলেন গ্যাঁটের কড়ি। ফলে অনেক পরিকল্পনা করার পরও বুঝে উঠতে পারেন না যে, কোন পথে হাঁটলে কমবে খরচ, জমবে টাকা। এমনই হাল হয়েছিল প্রিহা নামে এক তরুণীর। ভবিষ্যত সুরক্ষিত করতে বিনিয়োগের পথ খুঁজতে সাহায্য নিয়েছিলেন টুইটারের। আর সেখানেই এমন কিছু উত্তর পেলেন ওই তরুণী, যাতে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।

কিছুতেই সঞ্চয় করতে পারছিলেন না প্রিহা। এমতাবস্থায় চলতি মাসের ৮ তারিখ নিজের টুইটার অ্যাকাউন্ট প্যথেটিকডটকম থেকে একটি টুইট করেন তিনি। টুইটে অর্থ সঞ্চয়ের টিপস জানতে চান প্রিহা। কার্যকরী টিপস পেলে সাহায্যকারীকে অর্থ দেবেন বলেও টুইটেই জানান তিনি। মুহূর্তের আসতে শুরু করে পরামর্শ। একেক জন একেক রকম পরামর্শ দেন। কেউ বলেন মিউচুয়াল ফান্ডের কথা কেউ অন্য কিছু। একজন আবার নিছকই মজার ছলে বলেন, “আমার অ্যাকাউন্টে রাখুন, আমি আপনার হয়ে সঞ্চয় করব।” একজন আবার অনুরোধ করেন যে উপায় খুঁজে পেলে তা যেন জানান প্রিহা। এসবের মাঝে অদ্ভুত এক পরামর্শ দেন এক ভারতীয়। তিনি বলেন, পিঁয়াজে বিনিয়োগ করুন। অগ্নিমূল্য পিঁয়াজ নিয়ে নেটিজেনের এই তামাশায় হাসির রোল নেট দুনিয়ায়।

Advertisement

 

Advertisement

 

 

[আরও পড়ুন: টিকটক ভিডিও করেই কোটিপতি, খ্যাতির বিড়ম্বনায় দেহরক্ষী রাখলেন এই তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ