Advertisement
Advertisement

ধীরগতিতে রিক্সা চালানোর ’অপরাধ’, চালককে বেধড়ক মার মহিলার

নেটদুনিয়ায় ভাইরাল মহিলার কীর্তি৷

Woman beaten a rickshaw puller
Published by: Sayani Sen
  • Posted:December 13, 2018 9:49 pm
  • Updated:December 13, 2018 9:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে সময় কম৷ কিন্তু তাতে কি? এই কম সময়েই পৌঁছতে হবে গন্তব্যে৷ তাহলে উপায়? গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজন রকেটের গতি৷ তিন চাকার এই রকেটের চালক কে? রিক্সাওয়ালা ছাড়া আর কে-ই বা আছেন? তাই কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য রিক্সাকেই বেছে নেন এক মহিলা৷ কিন্তু তাঁর গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে কি অবস্থাই না হল রিক্সাওয়ালার! আপাতত সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ সমালোচনার শিকার হয়েছেন ওই মহিলা৷ 

[শতায়ুতে স্কাই ডাইভ! বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার বৃদ্ধার]

রকেট গতিতে গন্তব্যে পৌঁছাতে রিক্সায় চড়ে বসেন ওই মহিলা৷ উঠেই দাবি করেন অতি দ্রুত চালাতে হবে রিক্সা৷ যাকে বলে এক্কেবারে রকেটের গতিতে! প্যাডেলের গতি দেখে চালককে আরও জোরে রিক্সা চালাতে নিদের্শ দেন সওয়ারি। কিন্তু মহিলার দ্রুততার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যে নেই রিক্সাচালক৷ বাধ্য হয়ে ব্যর্থতার কথা স্বীকার করে নেন অপারগ রিক্সাচালক৷ জানিয়ে দেন, তিনি পারবেন না। যাত্রীকে নেমে যেতেও অনুরোধ করেন। তাতেই চটেন মহিলা৷ রিক্সাচালকের উপর খড়্গহস্ত হন যাত্রী। রণংদেহী রূপে রিক্সাচালকের দিকে তেড়ে যান তিনি৷ রিক্সাচালককে অকথ্য ভাষায় গালিগালাজ এমনকী চড়, লাথিও মারতে শুরু করেন৷ অনেক পথচারীই ওই মহিলা যাত্রীর আচরণের প্রতিবাদ করেন। পথচারীদেরও কুকথা বলতে ছাড়েননি তিনি৷ কে কি বলল, তাতে যেন কিছুই আসে যায় না মহিলার৷ কুছ পরোয়া নেহি হাবভাব দেখিয়ে নিজের রাগ না মেটা পর্যন্ত অত্যাচার করেন রিক্সাচালককে৷ 

Advertisement

[সিল করা প্যাকেট খুলে খাবার খেয়ে নিচ্ছেন ডেলিভারি বয়! ভাইরাল ভিডিও]

এই ঘটনাটি বাংলাদেশের ঢাকা শহরের৷ মহিলার মারধরের ভিডিও করেন কোনও এক পথচারী৷ তাঁর সৌজন্যে ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷মাত্র কয়েকঘণ্টার মধ্যেই বিদ্যুতের গতিতে ফেসবুকের টাইমলাইনে টাইমলাইনে ঘুরতে শুরু করে ভিডিওটি৷ পথচারীদের মতোই মহিলার আচরণের প্রতিবাদে সরব নেটিজেনরাও৷ কীভাবে একজন মানুষের উপর এমন অমানবিক অত্যাচার করা সম্ভব, সেই প্রশ্ন তুলেই সমালোচনায় সরব প্রত্যেকেই৷

Advertisement

[OMG! এ দেশে বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে পরিত্যক্ত বাড়ি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ