Advertisement
Advertisement
Telangana

রেললাইনের উপর দিয়ে ছুটছে চারচাকা! মহিলার কাণ্ডে তেলঙ্গানায় বাতিল একাধিক ট্রেন

বদলাতে হল ১৫টি ট্রেনের যাত্রাপথ।

Woman Drives a Car On Railway Track In Telangana and 15 train diverted
Published by: Kishore Ghosh
  • Posted:June 26, 2025 4:46 pm
  • Updated:June 26, 2025 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন নয়, রেললাইনের উপর দিয়ে চলছে চারচাকা গাড়ি। স্থানীয়রা কাণ্ড দেখে হতবাক হয়ে যান। খবর যায় পুলিশের কাছে। শেষ পর্যন্ত স্থানীয় মানুষ এবং পুলিশের চেষ্টায় গাড়ি থামিয়ে চালক অভিযুক্ত গাড়ি চালক মহিলাকে বের করা হয়। এই ঘটনায় তেলেঙ্গানায় একাধিক ট্রেন বাতিল হয়েছে। ওই লাইনের অন্তত ১৫টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দিতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। রেলপথে গাড়ি চলার আশ্চর্য ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

এই ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার রঙ্গারেড্ডী জেলার শঙ্করপল্লিতে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি সাদা গাড়ি রেললাইন ধরে চলছে। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় রেলকর্মীদের মধ্যে। কাণ্ড দেখে ছুটে আসেন স্থানীয়রাও। তাঁরা গিয়ে কোনওক্রমে গাড়িটি থামান। যদিও বছর চৌত্রিশের তরুণীকে কিছুতেই গাড়ি থেকে বের করা যাচ্ছিল না। এমনকী ওই তরুণী গাড়িটিকে রেলের ট্রাক থেকে সরাতেও রাজি ছিলেন না। শেষ পর্যন্ত জোর খাটাতে হয়। কোনওরকমে টেনেহিঁচড়ে, হাত বেঁধে গাড়ি থেকে নামিয়ে মহিলাকে চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। পরে সরানো হয় গাড়িটিকেও।

রেল পুলিশের আধিকারিক চন্দনা দীপ্তির জানান, মহিলা কিছুতেই রেল ট্রাক থেকে গাড়ি সরাতে রাজি ছিলেন না। সম্ভবত তিনি মানসিকভাবে অসুস্থ। একটি বহুজাতিক সংস্থার কর্মী তিনি। মহিলার ড্রাইভিং লাইসেন্স এবং প্যানকার্ড মিলেছে। এই প্রক্রিয়ায় আত্মহত্যার চেষ্টা করছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, মহিলার কাণ্ডে ১০-১৫ প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। মহিলাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement