Advertisement
Advertisement
জোম্যাটো

সুরেলা গানে নেটদুনিয়ার মন জয় Zomato ডেলিভারি বয়ের, ভিডিওটি মিস করবেন না

ভাইরাল ভিডিওই কি বদলে দেবে ডেলিভারি বয়ের জীবন?

Zomato delivery boy sings Gori Tera Gaon Bada Pyara
Published by: Sayani Sen
  • Posted:August 18, 2019 5:22 pm
  • Updated:August 18, 2019 5:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গানের জগতের বড় কোনও তারকা নন তিনি। এমনকী, গায়ক হিসাবে তাঁকে কেউই চেনেন না। গান গেয়ে যে প্রচুর অর্থ উপার্জন করেন এমনও নয়৷ কিন্তু ভগবান অকৃপণ হাতে গলায় সুর দিয়েছেন৷ সঙ্গে গান গাওয়ার ইচ্ছা৷ এমনই যুবকের প্রতিভার কদর করলেন এক ব্যক্তি৷ সুরেলা কণ্ঠে গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি৷ মন জয় করলেন বহু মানুষের৷

[আরও পড়ুন: নিখরচে জোম্যাটোর কর্মীর বাইকে চড়ে বাড়ি ফিরলেন যুবক, কীভাবে জানেন?]

প্রাণজিৎ হালোই নামের আনকোরা গায়ক পেটের টানে খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোয় চাকরি করেন৷ বাড়ি বাড়ি ঘুরে খাবার পৌঁছে দেওয়াই তাঁর কাজ। টাকার টানে কাজ করেন ঠিকই কিন্তু গান তাঁকে আজও টানে৷ তাই তো কাজের ফাঁকে আনমোনা গলায় সুর খেলে যায় তাঁর৷ সে বাইক চালাতে চালাতেই হোক কিংবা খাবার পৌঁছে দিতে গিয়ে ক্রেতার বাড়ির দরজা সামনে দাঁড়িয়ে, বেখেয়ালেই গান করে ফেলেন তিনি৷ কিন্তু বেশিরভাগ সময়েই সুরেলা কণ্ঠের কদর পান না তিনি৷ কিন্তু পৃথিবীতে ব্যতিক্রমও যে কত কিছু ঘটে, তা তো আর অস্বীকার করা যায় না৷ তেমনই বিস্ময় ঘটল প্রাণজিতের জীবনেও৷

Advertisement

গুয়াহাটির বাসিন্দা অনির্বাণ চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন প্রাণজিৎ৷ গুনগুন করে গাইছিলেন ইয়েসুদাসের গাওয়া ‘গোরি তেরি গাঁও বড়া পেয়ারা’৷ সেই ভিডিও শেয়ার করে নিলেন অনির্বাণ৷ এমন সুন্দর গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে পারলেন না তিনি৷ গানটি নেটিজেনদের নজর টানতে বেশি সময় নিল না৷ লাইক, কমেন্টের ঝড়ে নিমেষেই ভাইরাল হয়ে যান প্রাণজিৎ৷

Advertisement

[আরও পড়ুন: রাখি পূর্ণিমাতেই জেগে ওঠে নদীচর, একদিনের জন্য নতুন জায়গায় উৎসবে মাতেন মানুষ]

দিনকয়েক আগেই রানাঘাট স্টেশনের রানুদির গানও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ লতাকণ্ঠীর গান ভাইরাল হয়ে যাওয়ার পর থেকে প্রায় বদলে গিয়েছে রানুদির জীবন৷ প্রাণজিতের ক্ষেত্রেও কি তাই হবে? বদলে যাবে জোম্যাটোর ডেলিভারি বয়ের জীবন? উত্তর দেবে সময়৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ