সদ্য চলে গেল ফাদার্স ডে! অর্থাৎ পিতৃদিবস। কিন্তু সন্তানের প্রতি বাবা-দের ভালবাসা-টান তো প্রতিদিনের। কোনও বিশেষ দিনকে আলাদা করে বেছে নেওয়া কি যায়! কাজেই বাবা হিসাবে সন্তানের ভবিষ্যতের জন্য তাকে দিন তার জীবনের সেরা উপহার। করুন তার জন্য বিমার ব্যবস্থা। লিখছেন বন্ধন লাইফ-এর মার্কেটিং প্রধান, আখিল আলমেইদা
জীবনের বৃত্ত পূর্ণ: বাবা এবং ছেলে হিসেবে আমি যেসব শিক্ষা পেয়েছি
আমি একজন ছেলে, এবং একজন বাবা হিসেবে এই লেখা লিখছি। আমরা সবাই নিজেদের পরিবারগুলিকে নিরাপদ রাখার চেষ্টা করি, ভবিষ্যতের পরিকল্পনা করি, সব রকম ভাবে সাহায্যও করি। বছরের পর বছর ধরে এমনই চলছে। সম্প্রতি ‘ফাদার্স ডে’ ঘটা করেই উদযাপিত হল। এই প্রসঙ্গে দুজন মানুষের কথা মনে হল। আমার বাবা, যিনি আমাকে একটি উন্নত মানের জীবন দেওয়ার জন্য নীরবে কাজ করেছিলেন। এবং আমার মেয়ে, যার স্বপ্ন আমি এখন থেকেই রক্ষা করতে চাই। তাদের উভয়ের চোখেই আমি ভালোবাসা, বিশ্বাস এবং আশা দেখতে পাই। এবং আমি বেশ বুঝতে পেরেছি যে ভালোবাসা কেবল চোখের সামনে উপস্থিত থাকা নয়–এটি ভবিষ্যতের পরিকল্পনা করার বিষয়ও। জীবন বিমা এখানেই প্রাসঙ্গিক। এটি আপনার পরিবারের যত্ন নিতে সাহায্য করে, বিশেষত যখন আপনি আশেপাশে থাকেন না।
বাবা হওয়া
বাবা হওয়া আপনাকে বদলে দেবে, ঠিক যেমন আমার ক্ষেত্রে হয়েছিল। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একথা বলতে পারি। আমার মেয়ের শিক্ষা থেকে শুরু করে তার প্রথম চাকরি পর্যন্ত, প্রতিটি ভবিষ্যতের স্বপ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। এবার দুটি বিশেষ প্রসঙ্গে আসি। টার্ম ইন্সিওরেন্স ও ULIP। বিশদে বলি। টার্ম ইন্সিওরেন্স আপনাকে কম খরচে বড় কভারেজ দেবে। এটি আপনার পরিবারের জীবনযাত্রা বজায় রাখতে (এবং আপনার কিছু ঘটলে খরচ চালাতে) সাহায্য করবে।
অন্যদিকে, একটি ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান (ULIP) আপনাকে সুরক্ষিত রেখে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে সাহায্য করে। এই প্ল্যানগুলো কিছু ঝুঁকি নিয়ে আসে, কারণ এগুলো বাজারের সঙ্গে সংযুক্ত–তবে সুরক্ষিত তহবিল (বা যথাযথ বিকল্পগুলো) বেছে নেওয়ার মাধ্যমে, আপনি সময়ের সঙ্গে সাথে ভালো রিটার্নের লক্ষ্য অটুট রাখতে পারেন। হ্যাঁ, নিরাপদ বিকল্প অবশ্যই রয়েছে। এগুলোর একাংশ নিশ্চিত রিটার্ন এবং জীবন কভার দেয়। স্কুল ফি বা গাড়ির ডাউন পেমেন্টের মতো পরিকল্পিত ব্যয়ের জন্য এগুলি ভালো কাজ করে। এই ধরনের প্রতিটি পরিকল্পনা সাহায্য করেছে আমাকে।
আর এ-ও বলি, মানুষের ভূমিকা পাল্টে যায় সময়ের সাথে সাথে। বাচ্চা বড় হয় এবং একদিন সে বৃদ্ধ বাবা-মায়ের যত্ন নেয়। আর তখনই জীবন বিমা আবার তাকে সাহায্য করে। একটি বার্ষিকী পরিকল্পনা আপনাকে এককালীন বিনিয়োগ করতে (এবং আপনার বাবা-মাকে জীবনের জন্য মাসিক আয় নিশ্চিত করতে) দেয়। স্থিতিশীলতা জন্য আপনি নিশ্চিত আয় (guaranteed return) পরিকল্পনাগুলো খুঁজে দেখতে পারেন। এগুলো নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণে অর্থ আপনার হাতে এনে দেবে।
এখনই কেন পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ?
জীবন দ্রুত এগিয়ে যায়। অসুস্থতা বা ক্ষতি কোনও পূর্বাভাস ছাড়াই আসতে পারে। অনেক মানুষ বড্ড বেশি অপেক্ষা করেন–ততক্ষণে বিমা ব্যয়বহুল হয়ে যায়। তরুণ বাবা-মা কম প্রিমিয়াম দেন, এবং সঞ্চয় বৃদ্ধির জন্য আরও বেশি সময় হাতে পান। প্রাপ্তবয়স্ক ছোটরা তাদের ‘সোনালী’ বছরগুলোতে বাবা-মাকে আর্থিক স্বাধীনতা দেওয়ার জন্য এখনই পদক্ষেপ নিতে পারে। মনে রাখুন, জীবন বিমা কেবল খারাপ সময়ের জন্য নয় — এটি ভালো সময়কে রক্ষা করার জন্যও বটে।
শেষে বলি, জীবন বিমা কেবল একটি সাধারণ পণ্য নয়। এটি এমন এক সদিচ্ছা যা দীর্ঘদিন থাকে। একজন বাবা বলতে পারেন, ‘‘আমি সবসময় তোমার জন্য থাকব।’’ এবং একজন ছেলে বা মেয়ে বলতে পারেন, ‘‘এখন তোমার যত্ন নেওয়ার পালা আমার।’’এই বাবা দিবসে, আমরা সকলেই ভালোবাসার পূর্ণ বৃত্ত উদযাপন করলাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.