Advertisement
Advertisement
Personal Finance

জীবনবিমা অমূল‌্য, বিকল্প নেই…হবেও না, কিভাবে করবেন আর্থিক পরিকল্পনা?

বিভিন্ন অনিশ্চয়তার মাঝেও জীবনবিমা এক দৃঢ় ভরসা দেয়।

Here is the importance of Life insurance

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 6, 2025 5:07 pm
  • Updated:March 6, 2025 5:07 pm  

২০২৫ সালে কেন জীবনবিমা পরিকল্পনা প্রতিটি ভারতবাসীর আর্থিক পরিকল্পনার একটি অংশ হওয়া উচিত? বিশেষ আলোচনায় সতীশ্বর বি, এমডি ও সিইও, বন্ধন লাইফ ইন্সিওরেন্স।

আমাদের জীবন নানা গল্পে ভরা। কখনও আনন্দের, কখনও চ্যালেঞ্জিং, আবার অনেক সময় অপ্রত্যাশিত। এই অনিশ্চয়তার মাঝেও জীবনবিমা এক দৃঢ় ভরসা দেয়। কোলাপুরের স্কুলশিক্ষক মাধব দেশমুখের গল্পই তার উৎকৃষ্ট উদাহরণ। উপার্জন শুরু করার পর থেকেই পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা ছিল তাঁর প্রথম অগ্রাধিকার। তার অনুপস্থিতিতেও, ৮০ লক্ষ টাকার টার্ম লাইফ ইন্সিওরেন্স নিশ্চিত করেছে যে, তাঁর পরিবার আর্থিকভাবে সুরক্ষিত থাকবে। মাধববাবুর গল্প আমাদের শেখায়, জীবন বিমা শুধু অর্থের ব্যাপার নয়। এটি আমাদের প্রিয়জনদের নিরাপত্তার জন্য এক প্রতিশ্রুতি। এই বছর আপনার আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে জীবন বিমাকে অন্তর্ভুক্ত করুন। যদি এখনও না করে থাকেন, তাহলে শুরু করার সেরা সময় এখনই!

Advertisement

জীবনবিমা কেন এত গুরুত্বপূর্ণ?

জীবনবিমা সেই কঠিন সময়ে এক গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে, যখন এটির সবচেয়ে বেশি প্রয়োজন হয়। মাধববাবুর দূরদর্শিতার ফলে তাঁর পরিবার শিক্ষার খরচ, দৈনন্দিন খরচ ও ঋণের বোঝা বহন করতে সক্ষম হয়েছে, যা জীবন বিমার সহায়তা ছাড়া অত্যন্ত কঠিন হয়ে যেত। ক্রমবর্ধমান শিক্ষার ও স্বাস্থ্যসেবার ব্যয়ের কারণে, জীবন বিমা আর বিকল্প কিছু নয়; এটি প্রতিটি ভারতীয় পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য এক অপরিহার্য উপাদান। সুরক্ষার পাশাপাশি সম্পদ সৃষ্টির সুযোগ জীবন বিমার কিছু বাড়তি সুবিধাও রয়েছে। ইউলিপ (ULIP) এবং সেভিংস প্ল্যানের মতো প্রোডাক্টগুলো বিমার সঙ্গে বিনিয়োগের সুযোগও দেয়, যা আপনাকে দীর্ঘমেয়াদি লক্ষ্য—যেমন অবসরকালীন সঞ্চয় বা সন্তানের শিক্ষার জন্য একটি তহবিল গড়ে তুলতে সাহায্য করে। সহজ ভাষায়, আপনি একদিকে পরিবারের সুরক্ষা নিশ্চিত করছেন, অন্যদিকে ভবিষ্যতের আর্থিক লক্ষ্যের জন্য সঞ্চয়ও তৈরি করছেন।

আপনার প্রয়োজন অনুসারে পরিকল্পনা ২০২৫ সালে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সহায়তায় বিমাকারীরা আরও উদ্ভাবনী ও ব্যক্তিগতকৃত পলিসি নিয়ে আসতে সক্ষম হয়েছেন। আপনি যদি একজন তরুণ পেশাদার, উদ্যোক্তা, বা গৃহিণী হন—আপনার নির্দিষ্ট প্রয়োজন ও স্বপ্নের সঙ্গে মানানসই একটি পলিসি অবশ্যই পাওয়া যাবে। প্রযুক্তির কল্যাণে এখন আরও সহজ ইউপিআই পেমেন্ট ও ইন্টারনেটের সহজলভ্যতার ফলে জীবন বিমা কেনা কখনও এত সহজ ছিল না। মাত্র কয়েকটি ট্যাপ আর দুটি ওটিপির মাধ্যমেই আপনি নিজের বাড়ি বসেই একটি পলিসি কিনতে পারেন। ডিজিটাল টুলগুলোর কারণে এখন সম্পূর্ণ প্রক্রিয়াটি আরও সহজ, কাগজপত্রের ঝামেলা কমছে, আর দাবি নিষ্পত্তির সময়ও দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে। ফলত, ছোট শহর ও গ্রামাঞ্চলেও আর্থিক নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য হয়ে উঠছে।

আপনার ২০২৫ সালের আর্থিক পরিকল্পনা শুরু করুন আজই। নতুন বছর হল আপনার আর্থিক লক্ষ্য পুনর্মূল্যায়ন করার এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার সেরা সময়। জীবন বিমা কেবল মানসিক শান্তি দেয় না, এটি আয়কর আইনের ৮০সি এবং ১০(১০ডি) ধারা অনুযায়ী কর-সুবিধাও প্রদান করে থাকে। ভারত যখন “২০৪৭ সালের মধ্যে সকলের জন্য বিমা” লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হয়েছে, তখন ২০২৫ সালকে আপনার আর্থিক সুরক্ষার বছর রূপে নির্বাচন করুন। মাধববাবুর জীবনের কাহিনি থেকে অনুপ্রেরণা নিন—যদি এখনও জীবন বিমা না নিয়ে থাকেন, তবে পরিবারের স্বপ্নগুলিকে সুরক্ষিত করার এখনই সেরা সুযোগ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement