Advertisement
Advertisement
Personal Finance

বাজার সরগরম এলআইসি ইনডেক্স প্লাস ইউলিপ নিয়ে, রইল গুরুত্বপূর্ণ তথ্য

লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের ইনডেক্স প্লাস এই মুহূর্তে খবরের শিরোনামে।

Here some information about LIC Index Plus ULIP

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 11, 2025 4:47 pm
  • Updated:January 11, 2025 5:08 pm  

লআইসি-র ইনডেক্স প্লাস নিয়ে বিশদে জানতে উৎসুক লগ্নিকারীদের অনেকেই। এই ইউলিপ নিয়ে জরুরি তথ‌্য সংকলন করল টিম সঞ্চয়

লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের ইনডেক্স প্লাস এই মুহূর্তে খবরের শিরোনামে। ইউনিট লিঙ্কড ইনসিওরেন্স প্ল‌্যান অথবা ইউলিপ (ULIP) নিয়ে পাঠকদের ইতিমধ্যেই জানিয়েছি আমরা। বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বুঝেছি যে ইউলিপের বৈচিত্রের মধ্যে থেকে বিশেষ কয়েকটি প্ল‌্যানের প্রসঙ্গ বিশদে জানানো যেতে পারে। সংক্ষেপে কয়েকটি জরুরি তথ‌্য:
১. লাইফ কভারের সঙ্গে মার্কেট-মুখী লগ্নির মাধ‌্যমে ভাল রিটার্ন দেওয়ার প্রচেষ্টা হিসাবে দেখা যেতে পারে।
২. সামগ্রিকভাবে একটি সেভিংস-ধর্মী পলিসি, বিমার জন‌্য এবং পারফর্ম‌্যান্সের জন‌্যও বেছে নিতে পারেন গ্রাহকরা।
৩. প্রতিমাসে যাঁরা নিয়মিতভাবে সাশ্রয় করতে চান, তাঁরা স্বল্প টাকা বিনিয়োগ করতে পারেন।
৪. যাঁরা বিশেষভাবে মার্কেটের বিষয়ে মন দিচ্ছেন, তাঁদের জন‌্য দুটি সূচক-ভিত্তিক ফান্ড আছে।
(ক) নিফটি ফিফটি (NSE Nifty 50)
(খ) নিফটি হানড্রেড (NSE Nifty 100)
বলে রাখা ভালো, এই শ্রেণির সূচক-নির্ভর লগ্নির প্রধান উদ্দেশ‌্য ক‌্যাপিটাল গ্রোথ এনে দেওয়া। তবে মার্কেটে থাকতে গেলে নিশ্চয়তা বর্জন করতে হবে, এবং অনিশ্চিত রিটার্নই মূল লক্ষ‌্যবস্তু হিসাবে ধরে নিতে হবে। বলা বাহুল‌্য, বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী, দীর্ঘদিন বাজারে লগ্নি ধরে রাখতে পারলে, বড়-সড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা বাড়ে।

Advertisement

কেন লাগবে ইনডেক্স প্লাস জাতীয় প্রকল্প?
যাঁরা “ব‌্যালেন্স” চাইবেন – ইনভেস্টমেন্টের সুযোগের সঙ্গে বিমা-জনিত গ‌্যারান্টিড অ‌্যাডিশন, তাঁরা বেছে নিতে পারেন এই ধরনের প্রকল্প। মার্কেট লিঙ্কড হওয়ার দরুন, স্টক মার্কেটের বৃদ্ধি এখানে খুব বড় ভূমিকা নেবে। দীর্ঘকাল ধরে যদি বিনিয়োগ করেন কেউ তাহলে সেই বৃদ্ধির সুবিধা পাবেন তিনি। এই প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট (বিস্তারিত জানতে চার্ট দেখুন)।
১. প্ল‌্যানের বৈশিষ্ট‌্য: ইউনিট লিংকড এবং নন-পারটিসিপেটিং
২. এলিজিবিলিটি: নূ‌ন্যতম ৯০ দিন
৩. সর্বোচ্চ: ৬০ বছর
৪. পলিসি টার্ম: সবথেকে কম মেয়াদ: ১০ বছর
৫. সর্বাধিক মেয়াদ: ২৫ বছর
৬. নির্দিষ্ট সময়সূচি মেনে প্রতিশ্রুত অ‌্যাডিশান।
৭. প্রিমিয়াম: বছরে অন্তত ৩০,০০০ টাকা, অর্থাৎ মাঝে অন্তত ২,৫০০ টাকা।
কোনও “আপার লিমিট” নেই।
৮. উইথড্রয়াল: নিয়ন্ত্রকের নিয়ম অনুযায়ী (পাঁচ বছর ছেড়ে) শর্তসাপেক্ষ।


উইথড্রয়াল নিয়ে বিস্তারিত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement