Advertisement
Advertisement
Personal Finance

ICICI সিকিউরিটিজের ‘পাওয়ার’ পোর্টফোলিও, রইল নানা তথ্য

এক শ্রেণির নতুন শেয়ার হোল্ডার খুবই উৎসাহী।

Things to know about ICICI portfolio

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 13, 2024 4:37 pm
  • Updated:September 13, 2024 4:37 pm

পাওয়ার সেক্টর নিয়ে রেডিমেড পোর্টফোলিও এনেছে আইসিআইসিআই সিকিউরিটিজ। কী কী বিষয় এই প্রসঙ্গে না জানলেই নয়, তালিকাবদ্ধ করল টিম সঞ্চয়

ইসিআইসিআই সিকিউরিটিজ একটি রেডিমেড পোর্টফোলিও গঠন করেছে পাওয়ার সেক্টর ঘিরে। পাঁচটি বেছে নেওয়া শেয়ার সেই পোর্টফোলিওর অন্তর্গত (চার্ট দেখুন) এই মুহূর্তে পাওয়ার পোর্টফোলিওর লগ্নি করতে গেলে যা জানা দরকার –
– নূন্যতম লগ্নি : ২৬,৯৬০ টাকা (৩০ শে আগস্ট)
– স্টক/শেয়ার বিন‌্যাস :

Advertisement

[আরও পড়ুন: সুগম লগ্নি নিশ্চিত করুন ইনভেসকো ইন্ডিয়ার সঙ্গে, জানুন বিস্তারিত

অন‌্যদিকে বেশ কিছু পাওয়ার কোম্পানি, বিশেষত তুলনায় ছোট সংস্থা (মিড এবং স্মল ক‌্যাপ) নিয়ে এক শ্রেণির নতুন শেয়ার হোল্ডার উৎসাহী। সাম্প্রতিক ট্রেন্ড দেখে তা বেশ বোঝা যাচ্ছে। নিফটি এনার্জি ইনডেক্সের অন্তর্ভুক্ত সংস্থাগুলোর মধ্যে একাধিক নাম এই প্রসঙ্গে উঠে আসছে। এছাড়াও বড়-মাপের কয়েকটি নামও অগ্রণী ভূমিকায়। কয়েকটি বিশেষ এনার্জি সংস্থার কথা সঙ্গের চার্টে দেওয়া হল।
Nifty Energy Index

[আরও পড়ুন: উৎসাহ বাড়ছে ‘ওয়ান ফর ওয়ান’ বোনাস নিয়ে, জেনে নিন খুঁটিনাটি

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement