Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi Qatar World Cup

বউমাকে সহ্য করতে পারেন না মেসির মা, এবার দু’জনের ঝগড়া গড়াবে কাতারের গ্যালারিতেও!

একই গ্য়ালারিতে বসে এবার খেলা দেখবেন মেসির মা ও স্ত্রী।

আন্তোনেলা রোকুজ্জো। লিওনেল মেসির স্ত্রী হিসাবেই তাঁর বিশ্বজোড়া পরিচিতি। পেশায় মডেল আন্তোনেলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে থাকার পরে বিয়ে করেন মেসি। তবে শোনা যায়, পুত্রবধূ হিসাবে আন্তোনেলাকে একেবারেই পছন্দ করেন না মেসির মা সেলিয়া মারিয়া।

পাঁচ বছর বয়স থেকে আন্তোনেলার সঙ্গে মেসির বন্ধুত্ব। আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনার অ্যাকাডেমিতে ফুটবলার হিসাবে কেরিয়ার শুরু করেন লিও। তবে দূরত্বের কারণে সম্পর্কে ছেদ পড়েনি। ২০০৯ সালে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন মেসি-আন্তোনেল্লা।

তবে আন্তোনেলাকে একেবারেই পছন্দ ছিল মা মেসির মা সেলিয়া মারিয়ার। মায়ের মন বলত, তাঁর বিশ্ববিখ্যাত ছেলের পাশে একেবারেই বেমানান সাধারণ পরিবার থেকে উঠে আসা আন্তোনেলা। তাছাড়া দুই পরিবারের মধ্যেও একেবারেই সদ্ভাব ছিল না। সব মিলিয়ে, পুত্রবধূ হিসাবে আন্তোনেলাকে মেনে নিতে পারেননি রত্নগর্ভা সেলিয়া।

মেসির বিয়ের দিনই সেলিয়ার বিরূপ মনোভাব প্রকাশ্যে আসে। আর্জেন্টিনার রীতি অনুযায়ী, কেবলমাত্র বিয়ের কনেই সাদা রঙের পোশাক পরবেন। অতিথি থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানে যতজন উপস্থিত থাকবেন, নারী-পুরুষ নির্বিশেষে সকলকেই সাদা ছাড়া অন্য রঙের পোশাক পরতে হবে। কিন্তু মেসির মা সাদা রঙের গাউন পরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন।

আরও জানা যায়, আন্তোনেলার সঙ্গে মেসির বিয়েতে অত্যন্ত লজ্জিত ছিলেন সেলিয়া। অধিকাংশ আত্মীয় স্বজনকে বিয়েতে আমন্ত্রণ জানাননি মেসির মা। তাঁর মনে হয়েছিল, 'অযোগ্য' পুত্রবধূর কারণে তাঁর সম্মান নষ্ট হতে পারে। শোনা যায়, আন্তোনেলার সঙ্গে কথাও বলেন না সেলিয়া।

তবে সমস্ত সমস্যাকে উড়িয়ে একসঙ্গে জীবন কাটাচ্ছেন মেসি-আন্তোনেলা। তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়েই তাঁদের সুখের সংসার। আদর্শ দম্পতির অন্যতম উদাহরণ এই জুটি।

সম্ভবত কাতারেই শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে কাতারের প্রতিটি ম্যাচেই মেসির হয়ে গলা ফাটাচ্ছে তাঁর তিন পুত্র। সঙ্গে রয়েছেন আন্তোনেলাও। জানা গিয়েছে, এবার দোহায় পৌঁছে গিয়েছেন মেসির মাও। গ্যালারিতে বসে মেসির খেলা দেখবেন তিনিও। কাতার বিশ্বকাপ কি শাশুড়ি-বউমার দ্বন্দ্ব মিটিয়ে দিতে পারবে?