Advertisement
Advertisement

Breaking News

তুঙ্গে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি, চাঁদে লাফাতে তৈরি ভারতের ‘ফ্যাট বয়’

চন্দ্রযানের সাফল্য কামনা, ঐতিহ্য মেনে মন্দিরে পুজো রাষ্ট্রপতি-ইসরো প্রধানের।

তুঙ্গে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি, চাঁদে লাফাতে তৈরি ভারতের ‘ফ্যাট বয়’

ভারতের মাটি ছেড়ে রবিবার রাত ২টো ৫১মিনিটে দ্বিতীয় চন্দ্রযান ‘ফ্যাট বয়’ উড়ে যাবে। যার গর্ভে থাকবে অরবিটর, বিক্রম (ল্যান্ডার) ও প্রজ্ঞান (রোভার)।

আজ রাত ভারতীয় সময় ২টো ৫১মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এই মহাকাশযান উড়ে যাবে চাঁদের উদ্দেশে।

ইসরোর ‘চন্দ্রযান-২‘ অভিযানের যাবতীয় এই কর্মযজ্ঞের মাথা দুই ভারতীয় নারী। একজন এম ভনিতা। যিনি ইসরোর এই দ্বিতীয় চন্দ্র অভিযান প্রোজেক্টের ডিরেক্টর। এবং অন্যজন মিশন ডিরেক্টর রিতু কড়িঢাল।