Advertisement
Advertisement

Breaking News

Digha Jagannath Temple

পাহাণ্ডি বিজয় থেকে গজবেশ দর্শন, বুধে একগুচ্ছ উৎসব দিঘার জগন্নাথ মন্দিরে

প্রকাশিত নতুন সময়সূচি, দেখে নিন একনজরে।

Digha Jagannath Temple is gearing up for Snanyatra on June 12 with different rituals throughout the day

দিঘার মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিজস্ব ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 10, 2025 10:46 am
  • Updated:June 10, 2025 1:58 pm  

রঞ্জন মহাপাত্র ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জগন্নাথদেবের স্নানযাত্রা ঘিরে এখন সাজ সাজ রব বাংলার সৈকত শহরে। বুধবার অর্থাৎ ১১ জুন জগন্নাথদেবের স্নানযাত্রা। পুরীর মতোই রীতিনীতি মেনে তা পালিত হবে দিঘার জগন্নাথ মন্দিরেও। আগামী ২৭ জুন, রথযাত্রার আগে পর্যন্ত রয়েছে একগুচ্ছ আচার, অনুষ্ঠান। মঙ্গলবার তারই সময়সূচি প্রকাশ করল দিঘার জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ১১ তারিখ, বুধবার সকাল ৯টায় নিয়ম মেনে দিঘার জগন্নাথ মন্দিরে পাহাণ্ডি বিজয় উৎসব। এরপর বেলা ঠিক ১১টায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রার স্নানযাত্রা। ওইদিন দফায় দফায় রয়েছে নানা অনুষ্ঠান। মন্দির কর্তৃপক্ষের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় পাহাণ্ডি বিজয়। বেলা ১১টা জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা ও সুদর্শনের স্নান (স্নানযাত্রা)। দিঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে একটি মণ্ডপ তৈরি হচ্ছে। সেখানে ভক্তদের সামনেই হবে স্নানযাত্রা অনুষ্ঠান। 

এরপর দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গজবেশ দর্শন অর্থাৎ হস্তীবেশে রূপদর্শন করতে পারবেন ভক্তরা। পরেরদিন অর্থাৎ ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দর্শন বন্ধ। ২৬ তারিখ থেকে ফের জগন্নাথদর্শন শুরু। ২৭ জুন, রথযাত্রা। ওইদিন মাসির বাড়িতে যাত্রার জন্য রথে আরোহণ করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।

এদিকে, স্নানযাত্রা উপলক্ষে কলকাতার ইসকনেও তোড়জোড় শুরু হয়েছে। ইসকন কর্তৃপক্ষও নিজেদের সূচি প্রকাশ করেছে। কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমন দাস জানিয়েছেন, রবীন্দ্র সরোবরের কাছে নজরুল মঞ্চে বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হবে জগন্নাথের স্নানযাত্রা এবং দর্শন। তারপর থেকে ২৫ তারিখ পর্যন্ত আর জগন্নাথ দর্শন করতে পারবেন না ভক্তরা। স্নানযাত্রায় ভক্ত সমাগমের কথা মাথায় রেখে ইসকনের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement