Advertisement
Advertisement
জন্মাষ্টমী

পুণ্যার্জন করতে চান? জন্মাষ্টমীতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন

এই নিয়মগুলি মানলে আপনার সৌভাগ্য ফিরবেই৷

Do these things on Jonmastomi, your fortune will shine surely
Published by: Sayani Sen
  • Posted:August 21, 2019 9:33 pm
  • Updated:August 22, 2019 4:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সামনেই জন্মাষ্টমী৷ অনেকের বাড়িতেই এদিন পুণ্যার্জনের আশায় রাধা-কৃষ্ণের পুজো করা হয়৷ কিন্তু শুধু পুজো করলেই তো চলবে না৷ নিয়ম ঠিক না হলে কি আর পুণ্যার্জন হয়? তাই পুণ্যার্জনের জন্য মেনে চলুন এই নিয়মগুলি৷ 

[আরও পড়ুন: অদ্বৈতভূমি নদিয়ার শান্তিপুরে ‘মানুষ ঝুলন’! আজও জমে পর্যটকদের ভিড়]

১. জন্মাষ্টমীর দিন নিশ্চয়ই নিরামিষ খাবার খান৷ তাই আপনি যদি ভাবেন আগের দিন ভালমন্দ খেয়ে নেবেন, তাহলে আপনি ভুল করছেন৷ পুণ্যার্জন করতে চাইলে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ ভাত ছাড়া কিছু না খাওয়া ভাল৷ 

Advertisement

২. জন্মাষ্টমীর দিন ভোর ভোর ঘুম থেকে উঠুন৷ পারলে গঙ্গাস্নান সেরে নিন৷ তারপর শুদ্ধ বস্ত্র পরুন৷

Advertisement

[আরও পড়ুন: কোন সময় রাখি বাঁধলে ভাইয়ের মঙ্গল হবে? জেনে নিন নিয়মকানুন]

৩. জন্মাষ্টমীতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস করার চেষ্টা করুন৷ তাহলে আপনার আশা পূরণ হবেই৷  উপবাস করলে যাঁদের শরীর খারাপ হয়, তাঁরা দুপুর বারোটার পর খাবার খেতেই পারেন৷ তবে ওইদিন দুধ, ফল ছাড়া বেশি কিছু না খেলেই ভাল৷ 

৪. জন্মাষ্টমী মিটে যাওয়া মাত্রই নিয়মকানুনও যে শেষ হয়ে গেল তা কিন্তু নয়৷ তাই পুণ্যার্জন করতে চাইলে পরের দিনেও মেনে চলুন কিছু নিয়ম৷ জন্মাষ্টমীর পরের দিন ভোর ভোর স্নান করে নিন৷ গঙ্গাস্নান সেরে শুদ্ধবস্ত্র পরুন৷ এরপর পাঠ করুন  পারণ মন্ত্র৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ