সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো যা কিছু ঝেড়ে ফেলে নতুন বছরে নতুন করে পথ চলা শুরু। পুজো অর্চনার মধ্যে দিয়েই শুরুটা ভালো ভাবে করতে চান অনেকে। আর বছরের পয়লা মাসেই হয় প্রদোষ ব্রত। হিন্দুধর্ম অনুসারে, মহাদেবের পুজো করলে দাম্পত্যে সুখ, সন্তানের কল্যাণ হয়। প্রদোষ কালে অর্থাৎ সন্ধ্যা বেলায় মহাদেবের পুজো করে উপবাস ভঙ্গ করা হয়। কবে পড়েছে বছরের প্রথম প্রদোষ ব্রত? কী কী নিয়ম মানলে মহাদেবের আশীর্বাদ পাবেন?
হিন্দুশাস্ত্র অনুযায়ী মাসে দুবার প্রদোষ ব্রত হয়। একটি মাসের ত্রয়োদশ তিথিতে অর্থাৎ মাসের ১৩ তম দিনে। দ্বিতীয় প্রদোষ ব্রত মাসের শেষ সোমবার। তাই এটির নাম সোম প্রদোষ ব্রত।
কবে পড়েছে মাসের প্রথম প্রদোষ ব্রত? পঞ্জিকা অনুসারে, জানুয়ারি মাসের ১১ তারিখ বছরের প্রথম প্রদোষ ব্রত।
শুভ লগ্ন কখন? ত্রয়োদশ তিথি শুরু হবে সকাল ৮টা বেজে ২১ মিনিটে। ছেড়ে যাবে ১২ জানুয়ারি, সকাল ৬টা ৩৩মিনিটে। সেই হিসাবে এই পুজোর শুভ সময় ১১ জানুয়ারি বিকেল ৫টা ৪৩ মিনিটে থেকে ৮টা ২৬ মিনিট পর্যন্ত।
প্রদোষ ব্রতের বিধি: সকালে স্নান করে উপবাস শুরু করুন। বাড়িতে মন্দির থাকলে জায়গা পরিষ্কার করে শিব ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করুন। সন্ধ্যায় পুজোর আগে আরও একবার স্নান করুন। শিবলিঙ্গে জল অর্পণ করে প্রদোষ ব্রতর গল্প পাঠ, আরতি করা উচিত।
প্রদোষ ব্রত পালন করলে ভালো স্বাস্থ্য, দীর্ঘায়ু, দাম্পত্য সুখ ও মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। মাসের দ্বিতীয় তথা শেষ ব্রত ২৭ জানুয়ারি, সোমবার পালন করা হবে। যা ভক্তদের মধ্যে সোম ব্রত বলেই পরিচিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.