Advertisement
Advertisement
Loknath Puja

বাড়িতে লোকনাথ পুজো? সংসারে সুখ-শান্তি বজায় রাখতে এইভাবে সাজান ভোগের থালা

রাত পেরোলেই লোকনাথ পুজো।

Here some significant of Loknath puja
Published by: Sayani Sen
  • Posted:June 2, 2025 5:51 pm
  • Updated:June 2, 2025 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পেরোলেই লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। কথিত আছে, তিনি স্বয়ং মহাদেবের অবতার। উত্তর ২৪ পরগনার কচুয়ার ব্রাহ্মণ পরিবারের সন্তান তিনি। জন্মাষ্টমী তিথিতে তাঁর জন্ম। ১৯ জ্যৈষ্ঠ তাঁর তিরোধান দিবস। এই বিশেষ দিনে বহু বাড়িতেই পুজোর আয়োজন করা হয়। ইতিমধ্যে শুরু হয়েছে জোর প্রস্তুতি। সংসারের শ্রীবৃদ্ধি, সুখশান্তি বৃদ্ধির জন্য পুজোয় বেশ কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। 

Advertisement

* বাড়িতে লোকনাথ পুজো করার পরিকল্পনা থাকলে মঙ্গলবার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন।
* বাড়ি পরিষ্কার করে স্নান সেরে নিন। শুদ্ধবস্ত্র পরুন। আর তারপরই শুরু করুন পুজোর প্রস্তুতি।
* প্রথমেই আসি ফুলের কথায়। লোকনাথ ব্রহ্মচারী সাদা ফুল অত্যন্ত পছন্দ করেন। তাই জুঁই, বেল জাতীয় ফুলের মালা এবং ফুল অর্পণ করতে পারেন। নীল শাপলা ফুলও নিবেদন করতে পারেন।

Loknath
* লোকনাথ ব্রহ্মচারীকে পুজোয় ফল দেবেন নিশ্চয়ই। তালশাঁস, লিচু, আম দিতে পারেন। সঙ্গে অবশ্যই কালোজাম রাখতে হবে। কারণ, তা তাঁর নাকি অতি প্রিয়।
* লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় মিছরি থাকতেই হবে। কারণ, কথিত আছে লোকনাথ ব্রহ্মচারী নাকি মিছরি খেতে ভালোবাসতেন।
* পুজোর ভোগ হিসাবে খিচুড়ি, লাবড়া, আলুর দম দিতে পারেন। তেমনই আবার ভাত, ডাল, চচ্চড়ি কিংবা লুচিও দিতে পারেন। অবশ্যই ভোগে চিনির পায়েস রাখতে পারেন।
* লোকনাথ ব্রহ্মচারীর ভোগে সাদা সন্দেশ থাকা দরকার। অমৃতিও দিতে পারেন। কারণ, কথিত আছে অমৃতি নাকি তাঁর খুবই পছন্দের।

ভক্তদের মতে, লোকনাথ ব্রহ্মচারীর পুজোর নিয়ম খুবই সাধারণ। তেমন জটিলতা নেই। তাঁকে ভক্তি ভরে ডাকলেই সাড়া পাওয়া যায়। তাই সংসারে সুখসমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির জন্য লোকনাথ পুজোর পরিকল্পনা করতে পারেন। তাতেই সমস্ত বাধা অতিক্রম করে জীবনে এগোতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement