Advertisement
Advertisement
Guru Purnima

মহর্ষি বেদব্যাসের জন্ম তিথি! কেন এদিনই পালন করা হয় গুরু পূর্ণিমা?

কবে এই বছরের গুরু পূর্ণিমা?

This year's Guru Purnima time and date
Published by: Subhankar Patra
  • Posted:July 5, 2025 5:44 pm
  • Updated:July 5, 2025 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরু পূর্ণিমা। শিষ্যরা তাঁদের গুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। আষাঢ় মাসে এই পূর্ণিমা হয় বলে একে আষাঢ় পূর্ণিমায়ও বলা হয়। তবে জানেন এর ইতিহাস?কাকে গুরু হিসাবে মানা হয়?

Advertisement

হিন্দুধর্ম অনুসারে মনে করা হয়, আষাঢ় মাসের পূর্ণিমায় মুণি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্ম নেন মহর্ষি বেদব্যাস। তিনিই পরবর্তীকালে মহাভারত রচনা করেন। তাঁকেই মহাগুরু মেনেই এই তিথিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয়।

শাস্ত্রমতে আরও জানা যায়, এই আষাঢ় পূর্ণিমাতেই মহাদেব সাত সর্বশ্রেষ্ঠ ঋষিদের দীক্ষা দিয়েছিলেন বা মহাজ্ঞান প্রদান করেন। বোধীজ্ঞান লাভের পর এই তিথিতেই বুদ্ধদেব তাঁর সঙ্গীদের সঙ্গে নিয়ে আলোচনা করেছিলেন। মহাবীরও এই পূর্ণিমা তিথিতেই শিষ্যকে গ্রহণ করেছিলেন। খেয়াল করে দেখলে দেখা যাবে প্রত্যেক গুরু এই তিথিতেই শিষ্যদের আপন করেছেন। নিজের জ্ঞানের ভান্ডার তাঁদের কাছে তুলে ধরেছেন। শিষ্যরাও গুরু হিসাবে  মুণিদের গ্রহণ করেছেন। 

কবে এই বছরের গুরু পূর্ণিমা?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে,
জুলাই মাসের ৯ তারিখ বুধবার (২৪ আষাঢ়, বুধবার)  রাত ১টা বেজে ৩৮ মিনিটে পূর্ণিমার শুরু। ১০ জুলাই, বৃহস্পতিবার (২৫ আষাঢ়, বৃহস্পতিবার) রাত ২টো ৭ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাবে।

গুপ্তপ্রেসের মতে,

পূর্ণিমা তিথি আরম্ভ ৯ জুলাই, বুধবার (২৪ আষাঢ়, বুধবার)। পূর্ণিমার শুরু রাত ১টা ১৯ মিনিট ৪৬ সেকেন্ড। পূর্ণিমা ছেড়ে যাবে ১০ জুলাই, বৃহস্পতিবার রাত ২টো বেজে ২ মিনিট ৫৩ সেকেন্ডে (২৫ আষাঢ়, বৃহস্পতিবার)। ১০ তারিখেই পূর্ণিমা ধরা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement