Advertisement
Advertisement

Breaking News

হাতির হানা

হাতির হানা অব্যাহত বাঁকুড়ায়, বৃদ্ধকে শুঁড়ে তুলে আছড়ে মারল দলছুট দাঁতাল

হাতির আক্রমণে মৃত্যু মিছিল চলছে এ জেলায়।

Angry tusker rams and thrashed elderly man in Bankura Village
Published by: Subhamay Mandal
  • Posted:February 5, 2020 1:09 pm
  • Updated:February 5, 2020 1:09 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: গ্রামবাসীর তাড়া খেয়ে অন্য গ্রামে গিয়েও ফিরে এসে বাড়ির সামনে থেকে শুঁড়ে করে তুলে নিয়ে গিয়ে এক বৃদ্ধকে আছড়ে মারল দলছুট দাঁতাল। গত মঙ্গলবার ভোর রাতে এই ঘটনাটি ঘটে বেলিয়াতোড় রেঞ্জের অন্তর্গত লিগা মোচড় গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম বাহাদুর বাউরি। বয়স ৫০।

বাঁকুড়া উত্তর বনবিভাগের বেলিয়াতোড় রেঞ্জের অন্তর্গত এই গ্রামে এদিন উন্মত্ত তিনটি হাতি হানা দেয় আলুর খেতে। উন্মত্ত হাতির হাত থেকে আলুর খেত বাঁচাতে ছুটে যান বাহাদুর বাউরি-সহ শতাধিক গ্রামবাসী। স্থানীয়রা জানাচ্ছেন, রাতের অন্ধকারে গ্রাম থেকে ওই তিনটি হাতিকে তারা পাশের গ্রাম পুরুষোত্তমপুর পৌঁছে দেবার পর পিছু পিছু ফের ফের ওই তিনটি উন্মত্ত হাতি আক্রমণ চালায় তাঁদের উপর। আচমকাই হাতি দেখে অন্যরা দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পেলেও, বাহাদুরবাবুকে শুঁড়ে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে আছড়ে মারে উন্মত্ত একটি হাতি।

Advertisement

[আরও পড়ুন: হাতির হামলায় ফের প্রাণহানি, এবার মা ও দুধের শিশুকে আছড়ে মারল দাঁতাল]

প্রত্যক্ষদর্শীদের বয়ানে ঘটনার সময় প্রতিশোধ স্পৃহায় প্রবল গর্জন করতে করতে মৃতদেহটি নিয়ে ফুটবলের মতো খেলতে শুরু করে ওই দলছুট তিনটি হাতি। বুধবার সকালে হাতি গুলি গভীর জঙ্গলে গা ঢাকা দেবার পর মৃতদেহ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। এদিন সকাল থেকেই বেলিয়াতোড় রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের বাসিন্দারা। হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর পর স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী উমা বাউরি। উল্লেখ্য, জেলাজুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। হাতির আক্রমণে মৃত্যুমিছিল চলছে এ জেলায়।

Advertisement

গত দুই সপ্তাহ বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের দুজন এবং উত্তর বনবিভাগের আরও দুজন-সহ এ জেলায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। আহতও রয়েছেন একাধিক। হাতির হানায় জেলাজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। অথচ টনক নড়েনি কারও। অন্তত এমনটাই অভিযোগ হাতি উপদ্রুত এ জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের। ঘটনার পর বাঁকুড়া উত্তর বনবিভাগের বন আধিকারিক জেভি ভাস্কার জানাচ্ছেন, ক্ষতিপূরণ দেওয়া হবে মৃত ব্যক্তির পরিবারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ