সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত প্রস্তুতি সারা, দেশের মহাকাশ গবেষণার ইতিহাসে এক ভারতীয়ের হাত ধরে নতুন অধ্যায় শুরু হল বলে! কিন্তু শুরুতেই ধাক্কা। পিছিয়ে গেল ভারতীয় ‘গগনযাত্রী’ শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা। ১০ জুন, মঙ্গলবার চার যাত্রীকে নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল অ্যাক্সিয়ম-৪ মহাকাশযানটির। কিন্তু বাধ সাধল আবহাওয়া। ইসরোর তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, নির্দিষ্ট সময় অভিযান হচ্ছে না। তা অন্তত ২৪ ঘণ্টা পিছিয়ে যাচ্ছে। নতুন দিনক্ষণও ঘোষণা করেছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। জানিয়েছেন, ১০ জুনের বদলে ১১ জুন, বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মহাকাশযান পৃথিবীর থেকে মহাশূন্যে পাড়ি দিতে চলেছে।
Launch of Axiom-4 mission to International Space Station:
Due to weather conditions, the launch of Axiom-4 mission for sending Indian Gaganyatri to International Space Station is postponed from 10th June 2025 to 11th June 2025.
The targeted time of launch is 5:30 PM IST on 11th…
— ISRO (@isro) June 9, 2025
ভারতের নিজস্ব প্রযুক্তি আর মেধার জোরে ‘গগনযান’ মিশনের পরিকল্পনা, যা ইতিহাস হতে চলেছে। তার আগে বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার জন্য তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গী মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষীয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড, হাঙ্গেরির দুই নভোচর। অ্যাক্সিয়ম-৪ ক্যাপসুলে এই চারজনের ওড়ার কথা ছিল মঙ্গলবার বিকেল নাগাদ। কিন্তু আবহাওয়া অনুকূল নয় বলে শেষ মুহূর্তে বুঝতে পারে ইসরো। সেই কারণে অভিযানটি পিছিয়ে দেওয়া হল। এক্স হ্যান্ডেল পোস্টে তা স্পষ্ট করে জানানো হয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে। ফলে গোটা অভিযান সময়সীমা পিছিয়ে গেল।
জানা গিয়েছে, বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ অ্যাক্সিয়ম-৪’এর উড়ান। তা সরাসরি সম্প্রচারিত হবে ইসরোর সোশাল মিডিয়া পাতায়। আশির দশকে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার পর ইতিহাস গড়ার পথে শুভাংশু শুক্লার এই যাত্রা চাক্ষুষ করতে পারবেন গোটা দেশবাসী। অ্যাক্সিয়ম ফোরের চার নভোচর আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটাবেন সপ্তাহ দুয়েক। শূন্যে ভেসেই বিভিন্ন কাজ করার কথা তাঁদের। সেখান থেকে নতুন অভিজ্ঞতা নিয়ে ফেরা শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন ‘গগনযান’-এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে খবর। তবে এই মুহূর্তে তাঁদের সফল মহাকাশযাত্রার অপেক্ষায় সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.