Advertisement
Advertisement
Kalimpong

কালিম্পংয়ে পরিবেশ বিপ্লব! পাবুং গ্রামের মুকুটে জুড়ল ‘পরিষ্কার ও সবুজ’ পালক

প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণে জোর দিয়েছে প্রশাসন ও গ্রামবাসীরা।

Pabung village of Kalimpong announced as green and clean village for its pollution free environment
Published by: Sucheta Sengupta
  • Posted:July 5, 2025 2:09 pm
  • Updated:July 5, 2025 2:13 pm  

অরূপ বসাক, মালবাজার: উত্তরের কালিম্পং জেলায় রীতিমতো সবুজ বিপ্লব! নতুন মাইলফলক হিসেবে কালিম্পং ব্লক ১-এর অন্তর্গত পাবুং গ্রামের মুকুটে জুড়ল ‘পরিষ্কার ও সবুজ গ্রাম’-এর পালক। বৃহস্পতিবার কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি ও এলাকার বিধায়ক রুডেন সাদা লেপচা যৌথভাবে এই সম্মানসূচক ফলক উন্মোচন করেন। সমালবুং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রাম এখন এক উন্নয়নমুখী পরিবেশবান্ধব মডেল গ্রাম হিসেবে নতুন পথ দেখাচ্ছে।

Advertisement

পাবুং গ্রামের বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ আর প্রশাসনের সমন্বয়ে প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে। গ্রামজুড়ে ডাস্টবিন স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা হয়েছে। প্লাস্টিক ব্যবহার বন্ধে বাড়ি-বাড়ি প্রচার, সচেতনতা শিবির এবং ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়েছে। স্কুল পড়ুয়া, স্থানীয় বাসিন্দা ও সরকারি আধিকারিকরা অংশগ্রহণ করেন। পাবুং এলাকায় একটি কমিউনিটি হল নির্মাণ ও গ্রামের অভ্যন্তরীণ রাস্তাগুলির সংস্কারের দাবি ওঠে। জেলা প্রশাসন সেই দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানা যায়।

পাবুং গ্রামে বৃক্ষরোপণে জেলা প্রশাসনের আধিকারিকরা। নিজস্ব ছবি।

পাশাপাশি, পাবুং থেকে চারখোল পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে গ্রামের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করছে স্থানীয়রা। তাঁরা প্রশাসনের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গ্রামকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৃহস্পতিবার সমালবুং গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনেরও আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেখানে প্লাস্টিক বিরোধী তথ্যচিত্র প্রদর্শন, সই সংগ্রহ অভিযান ও গাছের চারা বিতরণ করা হয় ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে। উপস্থিত ছিলেন কালিম্পংয়ের বিডিও সামিরুল ইসলাম, পঞ্চায়েত প্রতিনিধি ও বহু গ্রামবাসী।

জেলা প্রশাসন ও বিডিও অফিসের সক্রিয়তায় কালিম্পং জেলায় এখন ‘স্বচ্ছ ভারত মিশন’-এর লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি গ্রামকে প্লাস্টিকমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement