সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাসের আগে সূর্যকে ‘চুমু’ খেল নাসার সৌরযান পার্কার সোলার প্রোব। গত ২০১৮ সালে সূর্যের উদ্দেশে যাত্রা করেছিল পার্কার। এরপর থেকেই সূর্যের নানা ছবি পাঠাতে দেখা গিয়েছে সেটিকে। যা সূর্য সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অনেক সাহায্য করছে। এবার সেই যান গড়ল ইতিহাস। সূর্যের এত কাছে কোনও মনুষ্যসৃষ্ট যান আজ পর্যন্ত পৌঁছতে পারেনি, যা পার্কার পৌঁছে গিয়েছে মঙ্গলবার।
যদিও সূর্যের ‘কাছে’ বলতে ৬১ লক্ষ কিলোমিটার দূরত্বে পৌঁছনো। তবু ঘণ্টায় ৬ লক্ষ ৯২ হাজার কিলোমিটার গতিবেগে সূর্যের করোনা অঞ্চলে পৌঁছেই সে গড়ল নজির। তবে এরপরও রয়েছে সংশয়। কেননা সূর্যের এত কাছে পৌঁছে যানটি অক্ষত রইল কিনা তা বুঝতে অপেক্ষা করতে হবে কয়েকদিন। কেননা এই মুহূর্তে পার্কারের সঙ্গে কোনও যোগাযোগ নেই নাসার বিজ্ঞানীদের। বলা হচ্ছে, ২৭ ডিসেম্বর পরিষ্কার হবে তার কোনও ক্ষতি হয়েছে কিনা।
২০২২ সালের ২৮ এপ্রিল পার্কার প্রথমবার সূর্যের বলয়ে প্রবেশ করেছিল সোলার পার্কার। যদিও তা জানানো হয় ডিসেম্বরে। কেন এত দেরিতে তা জানানো হয়েছিল? বিজ্ঞানীরা জানান, এই কয়েক মাসে ওই যান থেকে প্রাপ্ত সমস্ত তথ্য ডাউনলোড করে তাকে ব্যাখ্যা করেছেন তাঁরা। তারপরই তাঁরা নিশ্চিত হয়েছেন ওই কীর্তি সম্পর্কে। তারপরই তা জানানো হয়েছে সকলকে। সূর্যের ওই এলাকা ও সেখানে বইতে থাকা ভয়ংকর সৌর বাতাস নিয়ে মানুষের কৌতূহল দীর্ঘদিনের। প্রথমবার পৃথিবীর কোনও যান তার কাছাকাছি পৌঁছতে পেরেছিল। ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল এই ঘটনা? এপ্রসঙ্গে ‘নেচার’ পত্রিকাকে কলোরাডোর সৌর বিশেষজ্ঞ ক্রেগ ডিফরেস্ট জানিয়েছিলেন, ”এটা একটা বিরাট মাইলস্টোন।” এবার ফের নতুন নজির গড়ল নাসার সৌরযান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.