Advertisement
Advertisement

Breaking News

Sunita Williams

প্রতীক্ষার অবসান, সুনীতাদের ফেরাতে মহাকাশে পাড়ি মাস্কের রকেটের, খুশির খবর দিল নাসা

গত বছর থেকে মহাশূন্যে বন্দি রয়েছেন দুই নভোচর।

Sunita Williams Closer To Homecoming, SpaceX Launch Crew-10 Mission, says NASA
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 15, 2025 9:40 am
  • Updated:March 15, 2025 9:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর পৃথিবীতে ফেরাতে মহাকাশে পাড়ি দিল এলন মাস্কের মহাকাশযান। গত দু’দিন ধরে কখনও যান্ত্রিক গোলযোগ আবার কখনও প্রতিকূল আবহাওয়ার জন্য অভিযান বাতিল করতে হয় নাসা ও মাস্কের সংস্থা স্পেস এক্সকে। কিন্তু অবশেষে খুশির খবর শোনাল নাসা। মহাকাশযানটিতে রয়েছেন আরও চার নভোচর। তবে ঠিক কবে সুনীতারা ধরিত্রীর মাটিতে পা রাখবেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

গত বছর থেকে মহাশূন্যে বন্দি থাকা দুই নভোচরকে ফেরাতে ‘বন্ধু’ মাস্কের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে এবিষয়ে আশ্বস্ত করেন টেসলা কর্তা। সেইমতো সুনীতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে তাঁর সংস্থা স্পেস এক্স। নাসার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘ক্রু-১০ মিশন’। গত ১২ মার্চ অর্থাৎ বুধবার ভোর ৫টা ১৮ নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন (Falcon 9) রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। এই মহাকাশযানে থাকার কথা ছিল আরও চার নভোচর, নাসার অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ। পরিকল্পনা করা হয়েছিল যে, ওই চারজনকে গবেষণার কাজ বুঝিয়ে দিয়ে একই মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন সুনীতারা।

Advertisement

কিন্তু এই অভিযান শুরু হওয়ার আগেই বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে ৪টে নাগাদ স্পেস এক্স ও নাসা বিবৃতি দিয়ে জানায়, কেনেডি স্পেস সেন্টার থেকে ওড়ার কথা ছিল ফ্যালকন রকেট ৯-এর। কিন্তু রকেট লঞ্চপ্যাডের এক ক্রুটির কারণে এই মিশন বাতিল করা হয়েছে। মহাকাশযানটি উড়ান ভরার ঠিক ঘণ্টা চারেক আগেই হাইড্রলিক সিস্টেমে একটি সমস্যা নজরে আসে। বিপদ এড়াতে তড়িঘড়ি মিশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যে প্রায় সাড়ে ৭টা নাগাদ ফ্যালকন রকেট ৯-এর উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু দমকা হাওয়া ও বৃষ্টির কারণে সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায়।

অবশেষে গতকাল নাসা জানায়, ১৯ মার্চের আগে দুই নভোচর পৃথিবীতে ফিরবেন না। ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সুনীতাদের ফিরিয়ে আনার জন্য রকেট উৎক্ষেপণ করা হবে। অবশেষে সমস্ত ঝঞ্ঝা কাটিয়ে আজ কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিয়েছে ফ্যালকন নাইন মহাকাশযান। যার সফল উৎক্ষেপণের পর বিবৃতি দিয়ে নাসা জানিয়েছে, ‘মহাকাশে দারুণ সময় কাটতে চলেছে। ক্রু-১০ মিশনের মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়েছে।’ জানা গিয়েছে, রকেটটি আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) পৌঁছোনোর কিছু দিনের মধ্যেই সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement