সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মহাশূন্য থেকে কবে পৃথিবীর মাটিতে ফিরবেন, সেই অপেক্ষায় চিন্তিত বিশ্ববাসী। অথচ সেই তিনি অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামস বর্তমানে ব্যস্ত তঁার আসন্ন ‘স্পেসওয়াক’-এর প্রস্তুতি নিয়ে। আগামী বছরের দ্বিতীয়ার্ধে নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) থেকে মহাশূন্যে বেশ কয়েকটি স্পেসওয়াক হবে। তার জন্য প্রস্তুতি নিচ্ছেন আইএসএসের ক্রু। এই তালিকায় রয়েছেন সুনীতাও।
সুনীতা সেই ‘এক্সপিডিশন ৭২’ ক্রু-র অংশ, যাঁরা আইএসএসে বর্তমানে থেকে সেখানে নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন এবং একই সঙ্গে নিজেদের পরবর্তী নাসার প্রোজেক্টের জন্য তৈরিও করে তুলছেন। আইএসএস সূত্রে খবর, এক নয়, বেশ কয়েকটি স্পেসওয়াক করতে চলেছেন সুনীতা। এবং তার প্রস্তুতি নিতে প্রথমেই তিনি কাজ শুরু করে দিয়েছেন নিজের স্পেসসু্যটের উপর। টানা দুদিন ধরে সুনীতা রয়েছেন আইএসএস-এর কোয়েস্ট এয়ারলকে, যেখানে তিনি নিজের স্পেসসু্যট আসন্ন যাত্রার জন্য প্রস্তুত করছেন। সেটির ‘লাইফ সাপোর্ট গিয়ার’ ঠিকঠাক কাজ করছে কি না, তারও তদারকি করে নিচ্ছেন। তবে তার মানে এই নয় যে, এর জন্য আইএসএস-এর দৈনন্দিন তালিকায় থাকা বৈজ্ঞানিক অনুসন্ধানগুলির তিনি অংশ হচ্ছেন না। বরং, দুরকমেরই কাজ চলছে পুরোদমে।
স্পেসসু্যট ঠিক করার মধে্যই সুনীতা ডেটা রেকর্ডার বক্স মেরামতির কাজও করছেন। আবার ইতিমধে্য হওয়া গবেষণার নমুনা পৃথিবীর মাটিতে স্পেসএক্স-এর ড্রাগন স্পেসক্র্যাফ্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার কাজও নজরদারি করছেন। আসলে এই শেষেরটি অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু দেরি হয় ফ্লোরিডা উপকূলবর্তী অংশে প্রাকৃতিক প্রতিকূলতার জন্য। ওই অংশেই ড্রাগন স্পেসক্র্যাফ্টের অবতরণ করার কথা। সুনীতার সঙ্গেই আইএসএসে কাজ করছেন ডন পেটিট এবং বুচ উইলমোরের মতো অন্যান্য মহাকাশচারীরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.