Advertisement
Advertisement
Sunita Williams

দীপাবলির পর ক্রিসমাস, ফের মহাকাশেই উৎসব পালন সুনীতাদের

পৃথিবী থেকে বিশেষ উপহার পাঠানো হচ্ছে সুনীতাদের জন্য।

Sunita Williams will celebrate Christmas in space
Published by: Anwesha Adhikary
  • Posted:December 17, 2024 3:44 pm
  • Updated:December 17, 2024 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশেই এবার ক্রিসমাস পালন করতে চলেছেন সুনীতা উইলিয়ামস। প্রায় ছমাস ধরে মহাশূন্যে আটকে রয়েছেন মার্কিন মহাকাশচারী। আমেরিকার নির্বাচনে ভোট দেওয়া থেকে শুরু করে দীপাবলি উপলক্ষে বিশেষ বার্তা পাঠানো, মহাকাশ থেকেই সব করেছেন তিনি। এবার আন্তর্জাতিক স্পেস সেন্টারে বড়দিনও পালন করতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী।

পৃথিবী থেকে বহুদূরে কীভাবে বড়দিন পালন করবেন সুনীতা? জানা গিয়েছে, বড়দিন উপলক্ষে বেশ কিছু জিনিস পাঠানো হবে মহাশূন্যে। সেই জিনিস নিয়ে ইতিমধ্যেই পাড়ি দিয়েছে ‘ড্রাগন’। আপাতত সুনীতাদের পরিকল্পনা, পৃথিবীতে যেভাবে বড়দিন পালন করা হয় সেভাবেই মহাকাশে উৎসবের আয়োজন করবেন। ক্রিসমাস উপলক্ষে বিশেষ ভোজ হবে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে। এছাড়াও তাঁরা ভিডিও কলে পরিবার, বন্ধু, প্রিয়জনদের সঙ্গে কথা বলবেন। শুধু তাই নয়, মহাকাশে থাকার অভিজ্ঞতা কচিকাঁচাদের কাছেও তুলে ধরবেন সুনীতারা। ইতিমধ্যেই লাল টুপি পরে ক্রিসমাসের সাজে সেজে উঠেছেন তাঁরা।

Advertisement

উল্লেখ্য, গত ৭ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ উইলমোর। উৎক্ষেপণের পরেই একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাঁদের মহাকাশযানে। না ঘুমিয়ে নিজেরাই সেই ত্রুটি মেরামত করেন নভশ্চররা। তবে যাবতীয় সমস্যা পেরিয়ে গন্তব্যে পৌঁছে যায় তাঁদের মহাকাশযান। কিন্তু এর পর ফের ত্রুটি ধরা পড়ে। এর পর স্টারলাইনারকে সুনীতাদের ছাড়াই ফেরত পাঠানোর পরিকল্পনা করা হলেও দুই মহাকাশচারী আপাতত আটকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে।

তবে সুনীতাদের নিয়ে আশঙ্কার কিছু নেই বলে নাসা আগেই দাবি করেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার দাবি, চিন্তার কারণ নেই। অক্সিজেন, খাবার, জল আর জামাকাপড় পৌঁছে দেওয়া হয়েছে কার্গো ফ্লাইটে। এছাড়া স্পেস স্টেশনে এখন সুনীতাদের হাতেই ফলছে সবজি। ফলে খাবারের অভাব হওয়ার কোনও কারণ নেই। তবে আগামী ফেব্রুয়ারির আগে তাঁদের ফেরার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে তাদের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement