Advertisement
Advertisement

শেষ সেকেন্ডের গোলে হার শ্রীজেশদের, ব্রোঞ্জ মিস বিন্দ্রার

মোটের উপর এদিনও ভারতের পদক ঝুলি শূন্যই থাকল৷

Abhinav Bindra misses medal, India lose to Germany in hockey
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 8, 2016 9:53 pm
  • Updated:July 20, 2024 7:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে ভারতের খারাপ পারফরম্যান্স অব্যাহত৷ এবার পালা পুরুষ হকি টিমের৷ সোমবার শ্রীজেশের ভুলে ম্যাচ শেষের কয়েক সেকেন্ড আগে জয়সূচক গোল করে সর্দারদের হারিয়ে দিল গতবারের সোনাজয়ী জার্মানি৷ সেই সঙ্গে আরও কঠিন হয়ে গেল ভারতের পক্ষে নকআউট পর্বে যাওয়া৷

এদিন তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ম্যাচের স্কোর ছিল ১-১৷ ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল করে এগিয়ে যায় জার্মানি৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকে জার্মান ডিফেন্সে একের পর এক আঘাত হানতে থাকেন ওল্টমান্সের ছেলেরা৷ আক্রমণের ঝড় তুলে গোলও পেয়ে যায় সর্দার সিংরা৷ কিন্তু মাঠের দর্শক থেকে শুরু করে সবাই ধরেই নিয়েছেন যে ম্যাচটি ড্র হচ্ছে তখনই ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে গোল করে যায় জার্মানি৷ শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল জার্মানির পক্ষে ২-১৷

Advertisement

অন্যদিকে, এদিনই ভারতীয় মহিলা তিরন্দাজ লক্ষ্মীরানি মাঝিও স্লোভাকিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে লজ্জাজনকভাবে হেরে ছিটকে গেলেন ব্যক্তিগত ইভেন্ট থেকে৷ বেজিং ওলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রার এটাই শেষ ওলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ৷ এদিন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনাল রাউন্ডের কোয়ালিফাই করার পর পদকজয়ের একটা আশা তৈরি হয়েছিল ভারতীয় ক্রীড়ামহলে৷ কিন্তু ফাইনাল রাউন্ডে অল্পের জন্য ব্রোঞ্জ পদক মিস করলেন তিনি৷ জীবনের শেষ ওলিম্পিকে চতুর্থ হয়েই শেষ করতে হল তাঁকে৷ তাঁর সতীর্থ আরেক শুটার গগন নারাং অবশ্য কোয়ালিফাইং রাউন্ডেই বিদায় নেন৷ মোটের উপর এদিনও ভারতের পদক ঝুলি শূন্যই থাকল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement