Advertisement
Advertisement
যুবরাজ সিং

বধূ নির্যাতনের মামলা থেকে রেহাই পেলেন যুবরাজ সিং

গুরুগ্রাম আদালতে মামলা দায়ের করেছিলেন বিগ বস প্রতিযোগী আকাঙ্খা শর্মা।

Akanksha Sharma drops domestic violence case against Yuvraj Singh
Published by: Subhamay Mandal
  • Posted:September 13, 2019 9:53 am
  • Updated:September 13, 2019 9:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বধূ নির্যাতনের মামলা থেকে নিষ্কৃতি পেলেন ক্রিকেটার যুবরাজ সিং ও তাঁর পরিবারের লোকজন। বিগ বস ১০-এর প্রতিযোগী আকাঙ্খা শর্মা দু’বছর আগে তাঁর স্বামী জোরাবর সিং, যুবরাজ সিং, শবনম সিংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। যুবরাজের ভাই জোরাবর। আকাঙ্খা অভিযোগ করেছিলেন, জোরাবর ও পরিবারের লোকজন তাঁর উপর মানসিক নির্যাতন করতেন। আকাঙ্খা এও অভিযোগ করেছিলেন, যুবরাজও তাঁর উপর মানসিক নির্যাতন চালাতেন। মামলা গড়ায় আদালত পর্যন্ত।

প্রসঙ্গত, আকাঙ্খা ও জোরাবরের বিবাহবিচ্ছেদের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, যুবরাজ ও তাঁর পরিবারের উপর থেকে যাবতীয় অভিযোগ তুলে নিয়েছেন আকাঙ্খা। আকাঙ্খা বলেছেন, ”আমার জন্য যুবরাজ ও তাঁর পরিবারের কারও সম্মানহানি হলে আমি ক্ষমাপ্রার্থী। আদালত আমার দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্মতি দিয়েছে। সব জায়গায় নিজের অভিযোগ জানানো হয়তো আমার উচিত হয়নি।” আদালতের বাইরে যুবির পরিবারের লোকজনের কাছে ক্ষমা চেয়েছেন আকাঙ্খা।

Advertisement

জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিস বস’-এর দশম মরশুমের প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছিলেন আকাঙক্ষা৷ তখনই পারিবারিক হেনস্তার কথা জানিয়েছিলেন তিনি৷ সে সময়ও এ নিয়ে সরব হয়েছিলেন৷ যদিও পরে গোটা বিষয়টি চাপা পড়ে যায়৷ কিন্তু ২০১৭ সালে অক্টোবর মাসে ভাসুর যুবরাজ, শাশুড়ি শবনম সিং এবং স্বামী জোরাবর সিংয়ের বিরুদ্ধে গুরুগ্রাম আদালতে পারিবারিক নির্যাতনের মামলা দায়ের করেন আকাঙ্খা শর্মা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ