Advertisement
Advertisement

এশিয়াডে দাপট ভারতের, রোয়িং ও টেনিসে এল জোড়া সোনা

ব্রোঞ্জ পেলেন হিনা সিধু।

Asian Games 2018: India wins 2 Gold medals on day 6
Published by: Monishankar Choudhury
  • Posted:August 24, 2018 12:29 pm
  • Updated:September 2, 2022 3:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও দাপট দেখল ভারত৷ টেনিস ও রোয়িং প্রতিযোগিতায় জোড়া সোনা পেল দেশ৷ এদিন পুরুষদের টেনিস ডবলসে সোনা যেতে রোহান বোপান্না ও দ্বিভিজ শরণের জুটি৷ ৬-৩, ৬-৪ সেটে কাজাখস্তানের আলেক্সান্দ্র বুব্লিক ও ডেনিস ইয়েভসেভ জুটিকে পর্যুদস্ত করেন তাঁরা৷ এদিন পুরুষ দলগত রোয়িং প্রতিযোগিতায় সোনা যেতে ভারত৷ জয়ী রোয়িং দলে রয়েছেন স্বর্ণ সিং, ভোকানল দত্তু, ওমপ্রকাশ এবং এস সিং৷ 

এছাড়াও এদিন আরও পদক আসে ভারতের ঝুলিতে৷ ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ যেতেন হিনা সিধু৷ সব মিলিয়ে দিনের শুরুতেই জোরদার পারফরমেন্স দেখাচ্ছেন ভারতীয় খেলোয়াড়রা৷ উল্লেখ্য, গতকাল আশানুরূপ পারফরমেন্স না দেখালেও দিনের সবচেয়ে বড় সাফল্যটি আসে ১৫ বছর বয়সের শার্দুল বিহানের হাত ধরে। ১৫-তেই সিনিয়র বিভাগে বাজিমাত করে শার্দুল। পুরুষদের ডাবল ট্র্যাপ শুটিংয়ে রুপোর পদক জিতে গোটা দেশকে গর্বিত করে সে।

তবে, এপর্যন্ত সবচেয়ে বড় হতাশার খবরটি আসে কাবাডির ম্যাট থেকে। সাতবারের চ্যাম্পিয়ন ভারতীয় পুরুষ কবাডি দলকে এবার ফিরতে হয় ব্রোঞ্জ পদক হাতেই। ভারতকে হারিয়ে দিনের সবচেয়ে বড় অঘটনটি ঘটায় ইরান। তবে, মহিলা কাবাডি দল একটি পদক নিশ্চিত করে ফেলে ভারত। পঞ্চম দিনে সোনা জিততে না পারায় খেসারত দিতে হয় ভারতকে। পদক তালিকায় ষষ্ঠ স্থান থেকে দশম স্থানে নেমে গিয়েছে ভারতীয় দল। আজকের ফলাফলের পর তালিকায় কয়েক ধাপ উঠবে ভারত বলেই মনে করা হচ্ছে৷   

                            

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ