Advertisement
Advertisement

Breaking News

সেপ্টেম্বরেই ভোট মোহনবাগানে, আদালতের নির্দেশে অচলাবস্থা কাটার ইঙ্গিত

তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে হবে ভোট।

Calcutta HC orders vote by September 15 in Mohun Bagan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 5:21 pm
  • Updated:July 19, 2018 5:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান মামলায় আদালতের রায়ে স্বস্তি পেল টুটু বোস গোষ্ঠী। পদত্যাগী অর্থ সচিব দেবাশিস দত্তের দাবি মেনে নিয়ে মোহনবাগানে দ্রুত নির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সবুজ-মেরুন শিবিরে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণের নির্দেশ দিলেন বিচারপতি শেখর ববি শরাফ। দীর্ঘদিন পরে পরিবর্তিত হচ্ছে মোহনবাগানের ভোটের প্রক্রিয়ায়ও।

[ধোনি কি অবসর নিচ্ছেন? এবার এই বিতর্কে মুখ খুললেন কোচ শাস্ত্রী]

মোহনবাগানে অচলাবস্থা কাটাতে দ্রুত ভোট করানোর আবেদন করেছিলেন পদত্যাগী অর্থসচিব দেবাশিস দত্ত ও কার্যনির্বাহী কমিটির সদস্য মহেশ টেকরিওয়াল। পালটা মামলার পথে হাঁটে অঞ্জন মিত্র গোষ্ঠীও। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি শরাফ জানিয়ে দেন আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই মোহনবাগানে ভোট করাতে হবে। পুরো ভোটপ্রক্রিয়াটি সম্পন্ন হবে তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে। সেই তিন বিচারপতিকে ভোট প্রক্রিয়ায় সাহায্য করবেন দু’পক্ষের দুজন করে সদস্য। অঞ্জন মিত্র গোষ্ঠীর তরফে বিচারপতিদের সহযোগিতার জন্য থাকছেন খোদ সচিব অঞ্জন মিত্র এবং তাঁর মেয়ে সোহিনী মিত্র। অন্যদিকে, টুটু বোসের তরফে দুই সদস্যের মধ্যে থাকছেন খোদ সৃঞ্জয় বোস।

Advertisement

[ভুবি আউট শামি ইন, ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত হল প্রথম তিন টেস্টের দল]

অর্থাৎ, ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মোট ৭ সদস্যের কমিটি তৈরি হবে যাতে থাকছেন ৩ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। এবং বাগানের দুই গোষ্ঠীর ২ জন করে সদস্য। ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত মোহনবাগানের সমস্ত আর্থিক লেনদেনও পর্যবেক্ষণ করবে এই কমিটি। এর আগে গতকাল আপসে দু’পক্ষকে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু দু’পক্ষের দীর্ঘ আলোচনায় ফল না মেলায় আজ চূড়ান্ত সিদ্ধান্ত শুনিয়ে দিলেন বিচারপতি। এর আগে মোহনবাগানের নির্বাচন হত একজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে। কিন্তু এবার জটিলতা সৃষ্টি হওয়ায় সেই নিয়মের পরিবর্তন করলেন বিচারপতি শেখর ববি শরাফ।

Advertisement

[হাসিনকে দেওয়ার চেক বাউন্সের ঘটনায় শামিকে তলব আলিপুর আদালতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ