সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে রীতিমতো ম্যাজিক দেখিয়েছেন বরুণ। পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরাও হয়েছেন। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেই দলে ডাক পেলেন তিনি। নাগপুরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার পরই সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী। তারপরই ক্রিকেট মহলে চর্চা, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাবেন?
টি-টোয়েন্টিতে এই মুহূর্তে আগুনে ফর্মে আছেন বরুণ। ইংল্যান্ডের ব্যাটাররা তাঁর স্পিন বুঝেই উঠতে পারেননি। কেকেআরের স্পিনার তুলে নিয়েছেন ১৪টি উইকেট। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে উঠে এসেছেন। এবার ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি। বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ রয়েছে। প্রথম ম্যাচ নাগপুরে। বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটাররা সোমবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন।
মঙ্গলবার দেখা গেল বরুণকেও। ট্রেনিংয়ের জার্সি পরে নেটে হাত ঘোরাতে দেখা গিয়েছে তাঁকে। এর পর ওয়ানডে দলেও তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে চারজন স্পিনার রয়েছেন। এর মধ্যে কুলদীপ যাদবের চোট নিয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটেনি। বাকি ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজারা মূলত অলরাউন্ডার। সেখানে স্পেশালিস্ট স্পিনার হিসেবে কি বরুণের নাম উঠে আসতে পারে? সেটাও চর্চায় রয়েছে। মজার বিষয়, প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দিন কয়েক আগেই বলেছিলেন, ওয়ানডে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পেতে পারেন বরুণ। তার প্রথমটা সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয়টাও কি হবে?
Varun chakravarthy added to the Indian squad for odi series pic.twitter.com/PwsONVacpf
— ANIRUDH (@anirudhsai87) February 4, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.