Advertisement
Advertisement
Akash Deep

উইকেট নিয়ে জাত চিনিয়েছেন, এবার ভোজপুরি গান গেয়ে মন মাতালেন বাংলার আকাশ দীপ!

ভারতীয় ক্রিকেটারের কণ্ঠস্বরের প্রশংসায় নেটিজেনরা।

Akash Deep captivated the hearts by singing Bhojpuri songs!
Published by: Prasenjit Dutta
  • Posted:July 6, 2025 4:30 pm
  • Updated:July 6, 2025 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিডসে প্রথম ম্যাচে সুযোগ পাননি তিনি। এজবাস্টনে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন আকাশ দীপ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চার ইংরেজ ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখানোর পর দ্বিতীয় ইনিংসের শুরুতেও জ্বলে উঠেছেন তিনি। তাঁর এহেন পারফরম্যান্সে মুগ্ধ করেছে অনেককেই। এই আবহে জানা গিয়েছে, তাঁর অন্য এক গুণের কথাও।

Advertisement

শনিবার টেস্টের চতুর্থ দিনে দু’টি উইকেট নেওয়ার পরপরই জনপ্রিয় গায়ক-অভিনেতা পবন সিংয়ের একটি ভোজপুরি গান গাওয়ার একটি ভিডিও এক্স হ্যান্ডেল এবং ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। সেই অনুষ্ঠানে আকাশ দীপকে মাইক্রোফোন হাতে নিয়ে ভোজপুরি গান গাইতে দেখা গিয়েছে।

আকাশ দীপের ঘনিষ্ঠ বন্ধু এই পবন সিং। নেটিজেনরা ভারতীয় ক্রিকেটারের কণ্ঠস্বরের প্রশংসাও করেছেন। এক নেট নাগরিক বলেন, ‘দিলদার আদমি বা ভাইয়া’ (প্রিয় ভাই)। অন্য এক নেটিজেনের কথায়, আকাশ দীপ এত ভালো ভোজপুরি গান গাইতে পারেন কারণ তিনি রোহতাসের বাসিন্দা।

উল্লেখ্য, বিহারে জন্মালেও ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন বাংলার হয়ে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়েছিল আকাশের। এখনও পর্যন্ত দেশের হয়ে ৮টি টেস্ট খেলেছেন তিনি। এজবাস্টন টেস্টের চতুর্থ দিন জো রুটকে অসামান্য ইনসুইংয়ে আউট করলেও সেই আউট নিয়ে শুরু হয়েছে ‘নো বল বিতর্ক’। যদিও মাঠের আম্পায়ারের ওই ডেলিভারি নিয়ে কোনও সংশয় ছিল না। তিনি আউট দেন। তবে সেই সব বিতর্ককে তোয়াক্কা না করে ‘গায়ক আকাশ দীপে’ মজেছেন নেটদুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement