স্টাফ রিপোর্টার: বর্তমান দলে খুব বেশি নাড়াচাড়া করতে চান না তিনি। বরং ভারতের নতুন বোলিং কোচ মর্নি মর্কেল চান, এত দিন যে ভাবে চলেছে সব কিছু, সে ভাবেই সমস্ত রেখে দিতে। খুচখাচ, ছোটখাটো, টুকটাক জিনিস প্রয়োজন পড়লে বদল করার কথা ভাববেন। কিন্তু টিম এত দিন যে ভাবে ‘অটোপাইলট মোড’-এ চলছে, সে ভাবেই টিমকে মর্কেল চলতে দিতে চান।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে নামছে ভারত। প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট কানপুরে। তার আগে চেন্নাইয়ে এখন শিবির চলছে ভারতের। অতীতে গম্ভীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মর্কেলের। বর্তমান ভারতীয় হেড কোচ যখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন, সে সময় লখনউয়ের বোলিং কোচ ছিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা পেসার মর্নি।
ভারতীয় বোর্ডের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ভারতীয় শিবিরে যোগ দিয়ে এটুকু বুঝতে পেরেছি যে, এখানে সবই অটোপাইলট মোডে চলে। আমার কাজ হল, যে ভাবে সব কিছু চলছে, সে ভাবেই সব কিছুকে চলতে দেওয়া। মাঝে মাঝে ছোটোখাটো কিছু করে, টিমের উন্নতিতে অবদান রাখা। রোহিত, বিরাট, বুমরা, জাদেজা, অশ্বিন– কী অসামান্য সব ক্রিকেটার বলুন তো। সবকিছুর তত্ত্বাবধানের ব্যাটন ওদের হাতেই থাকবে। আমাদের কাজ হল, ওরা যা করবে, সেটাকে সমর্থন করে যাওয়া। আর সেরা পরামর্শটা দেওয়া।”
মর্নি বলছেন, অতীতে এই ক্রিকেটারদের বিরুদ্ধে খেলেছেন তিনি। সেটা কাজে লাগবে। তাছাড়া আইপিএলের সুবাদে মোটামুটি অনেকের সঙ্গেই যোগাযোগ আছে। সেটাও আগামী দিনে কাজ করতে সাহায্য করবে তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.