Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy

কাটল চ্যাম্পিয়ন্স ট্রফির জট, হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাবে রাজি ভারত!

ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে, খবর সূত্রের।

BCCI reportedly agreed to PCB demand on Hybrid model before Champions Trophy

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 6, 2024 9:58 am
  • Updated:December 6, 2024 9:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জট কাটল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। সূত্রের খবর, হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় বোর্ড। পাক বোর্ডের দাবি ছিল, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি হাইব্রিড মডেলে খেলে তাহলে আগামী দিনে ভারতের আয়োজিত টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও হাইব্রিড মডেলে খেলবে। শোনা যাচ্ছে, পিসিবির এই দাবিতে সায় দিয়েছে বিসিসিআই।

বৃহস্পতিবার আইসিসির চেয়ারম্যান হিসেবে প্রথমবার দুবাইয়ের অফিস পরিদর্শনে যান জয় শাহ। সেখানেই বৃহস্পতিবার পাকিস্তান এবং অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করেন। তার পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কেটেছে বলে সূত্রের খবর। আইসিসির এক সূত্র জানিয়েছে, সবপক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে। আইসিসি মনে করছে এতে সব পক্ষের দাবিই মানা হল।

Advertisement

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে একাধিক শর্ত দিয়েছিল পাকিস্তান। কিন্তু আইসিসির চাপের কাছে একপ্রকার নতিস্বীকার করতে হয়েছে পিসিবিকে। তার পরে পাক বোর্ডের দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে ২০৩১ পর্যন্ত। প্রাথমিকভাবে এই শর্ত মানতে চায়নি ভারতীয় বোর্ড। কিন্তু বৃহস্পতিবার জয় শাহর বিশেষ আলোচনার পরেই জট কাটে।

তবে ২০৩১ নয়, ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানের দাবি মানতে রাজি হয়েছে বিসিসিআই। এই সময়ের মধ্যে দুটো আইসিসি টুর্নামেন্ট খেলা হবে ভারতের মাটিতে। ২০২৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ওই টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচ সম্ভবত দ্বীপরাষ্ট্রে গিয়ে খেলবে পাকিস্তান। এছাড়াও আগামী বছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ রয়েছে ভারতে। সেই টুর্নামেন্টের জন্য নিরপেক্ষ কোনও ভেন্যুর ব্যবস্থা করতে হবে পাকিস্তানের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement