Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

হেড ‘মিথ্যাবাদী’, তোপ সিরাজের, সতীর্থের আগ্রাসনকে সমর্থন অধিনায়ক রোহিতেরও

অ্যাডিলেডে সিরাজের বলে ট্রাভিস হেডের আউট হওয়া থেকে বিতর্কের সূত্রপাত।

Border Gavaskar Trophy: Rohit Sharma backs Mohammed Siraj on Travis Head controversy
Published by: Arpan Das
  • Posted:December 8, 2024 3:07 pm
  • Updated:December 8, 2024 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড টেস্টে বিতর্ক বেঁধেছিল মহম্মদ সিরাজ ও ট্রাভিস হেডের মধ্যে। যার পরিপ্রেক্ষিতে ভারতীয় পেসার ‘মিথ্যাবাদী’ বলে দিলেন হেডকে। সেই সঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মাও সমর্থন জানাচ্ছেন সিরাজকে।

ঘটনার সূত্রপাত ট্রাভিস হেডকে আউট করার সময়। ১৪১ বলে ১৪০ রান করে সিরাজের বলেই আউট হয়ে ফেরেন হেড। তার পরই উত্তেজিত হয়ে অজি ব্যাটারকে বাইরের পথ দেখান সিরাজ। পালটা হেডও কটূক্তি করেন। কিন্তু দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে হেড সম্পূর্ণ উলটো কথা বলেন। তাঁর বক্তব্য, তিনি কোনও খারাপ কথা বলেননি। বরং সিরাজের বলের প্রশংসাই করেছিলেন।

Advertisement

ঘটনার স্রোত চলল তৃতীয় দিন পর্যন্ত। এদিন মাঠে নামার আগে সিরাজ বলেন, “আমি প্রথমে ওকে কিছুই বলিনি। আমি সেলিব্রেট করছিলাম। তখনই ও আমাকে খারাপ কথা বলে। তার পর সাংবাদিক সম্মেলনে এসে যা বলল, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। পরিষ্কার দেখাও যাচ্ছে, হেড আমাকে কী বলেছে। আমরা সবাইকে সম্মান করি। ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু ও যেটা করেছে, সেটা একেবারেই ঠিক নয়।”

টেস্ট হারলেও রোহিত শর্মা পূর্ণ সমর্থন করছেন সিরাজকে। একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন, যেন কেউই সীমা না পার করে। তিনি বলেন, “একজন অধিনায়ক হিসেবে আমার কর্তব্য সিরাজের আগ্রাসনকে সমর্থন করা। কিন্তু তারও একটা সীমারেখা আছে। বিপক্ষকে দুয়েকটা কথা বলা খারাপ কিছু নয়। কিন্তু মাথায় রাখতে হবে আগ্রাসন যেন অতিরিক্ত না হয়ে যায়। সেটা খেয়াল রাখা আমারও দায়িত্ব। সিরাজ জানে দলের জন্য কী করতে হয়। যা ঘটেছে, তা আমরা মাঠেই ফেলে এসেছি। এটুকু বুদ্ধি আমাদের সকলেরই হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement