Advertisement
Advertisement
Virat Kohli

আমি কি প্রেমিকাকে সঙ্গে আনতে পারি? শাস্ত্রীকে প্রশ্ন করেন কোহলি, ফাঁস গোপন কথা

সেই ঘটনার পরদিনই ১৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেন বিরাট।

Can I bring my girlfriend? Ravi Shastri recalls Virat Kohli's flying kiss deja vu
Published by: Subhajit Mandal
  • Posted:November 25, 2024 5:44 pm
  • Updated:November 25, 2024 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে চর্চিত দম্পতি। ‘সেলিব্রিটি কাপল’ বলে কথা, একটা সময় তাঁদের নিয়ে গুঞ্জন, চর্চা, লেখালেখি সবটাই হয়েছে বিস্তর। এমনকী, বিরাটের (Virat Kohli) সঙ্গে প্রেম নিয়ে বহু কটু কথাও শুনতে হয়েছে অনুষ্কা শর্মাকে। তবে এসবের মাঝেও লোকচক্ষুর আড়ালে দিব্যি প্রেম করে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। বিরাট-অনুষ্কার প্রেমপর্বের তেমনই এক গোপন পর্ব ফাঁস করলেন ভারতীয় দলের প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রী।

সেটা ২০১৪ সাল। ভারতীয় ক্রিকেটের কিং কোহলি তখন চুটিয়ে প্রেম করছিলেন। সে বছরও অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় দল। সেসময় বিসিসিআইয়ের কড়া নিয়ম ছিল, ক্রিকেটাররা বিদেশ সফরে বান্ধবী বা প্রেমিকাদের নিয়ে যেতে পারতেন না। কিন্তু বিরাট সেবার অনুষ্কাকে সঙ্গে নিয়ে যান অস্ট্রেলিয়ায়।

Advertisement

বোর্ডের কাছে প্রেমিকাকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি না পেয়ে বিরাট সটান চলে যান কোচ রবি শাস্ত্রীর কাছে।  শাস্ত্রীকে প্রশ্ন করেন, “আমি কি আমার প্রেমিকাকে সঙ্গে আনতে পারি?” শাস্ত্রীও বরাবরের রসিক মানুষ। সঙ্গে সঙ্গে তিনি বলেন, ‘নিশ্চয়ই।’ তখন বিরাট জানান, বোর্ড তাঁকে অনুমতি দিচ্ছে না প্রেমিকাকে সঙ্গে নেওয়ার। কোহলির প্রতি সেই ‘অবিচারে’র কথা জেনে কোচ শাস্ত্রীই নিজ উদ্যোগে অনুষ্কাকে টিম হোটেলে ঢোকানোর ব্যবস্থা করেন। সেবার একমাত্র বিরাটের প্রেমিকাই দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পেয়েছিলেন। ঘটনাচক্রে এইসব কাণ্ড যেদিন ঘটল ঠিক তার পরদিনই বিরাট ১৬৯ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন। তার পর গ্যালারিতে থাকা অনুষ্কাকে লক্ষ্য করে ফ্লাইং কিস ছুঁড়ে দেন।

রবিবারই পারথে বিরাট নিজের কেরিয়ারের ৩০তম সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেই সেঞ্চুরির পরও একই ভাবে অনুষ্কার উদ্দেশে চুমু ছোড়েন তিনি। একইরকম দৃশ্য থেকে রবি শাস্ত্রীই অতীতের সেই গল্প ফাঁস করে দিয়েছেন। শাস্ত্রী বলেন, “সেদিন ১৬৯ করার পর যেভাবে বিরাট অনুষ্কার দিকে চুমু ছুড়ে দিয়েছিলেন, রবিবারও তেমনটাই করেছেন। আসলে অনুষ্কা বরাবরই বিরাটের জন্য সাপোর্ট সিস্টেম।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement