Advertisement
Advertisement

Breaking News

ভারত দক্ষিণ আফ্রিকা

এলগার-ডি’ককের জোড়া সেঞ্চুরি, প্রথম টেস্টে লড়াই দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

অনবদ্য রেকর্ড জাদেজার।

Centuries from Dean Elgar and Quinton de Kock help SA fight back
Published by: Subhajit Mandal
  • Posted:October 4, 2019 5:25 pm
  • Updated:October 4, 2019 5:25 pm

ভারত: ৫০২-৭ ডিক্লেয়ার (মায়াঙ্ক ২১৫, রোহিত ১৭৬)

দক্ষিণ আফ্রিকা: ৩৮৫-৮ (এলগার ১৬০, ডি’কক ১১১)

Advertisement

ভারত প্রথম ইনিংসে ১১৭ রানে এগিয়ে

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিনের শেষে মনে হচ্ছিল একপেশেভাবেই ম্যাচ জিতবে ভারত। কিন্তু, তৃতীয় দিন দুই দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানের লড়াকু মানসিকতা কিছুটা লড়াইয়ে ফেরাল প্রোটিয়াদের। দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান এলগার এবং ডি’কক।  এই দুই ব্যাটসম্যানই দক্ষিণ আফ্রিকা যখন শেষবার ভারত সফরে এসেছিল, সেই দলে ছিলেন। দু’জনেই এদিন সেঞ্চুরি করলেন। সেই জোড়া সেঞ্চুরির দৌলতে দক্ষিণ আফ্রিকা একদিকে যেমন ফলো-অন বাঁচাল, অন্যদিকে তেমনই ভারতের স্কোরের অনেকটা কাছে পৌঁছে গেল।

[আরও পড়ুন: কেরিয়ারের প্রথম দ্বিশতরান মায়াঙ্কের, প্রোটিয়াদের বিরুদ্ধে চালকের আসনে ভারত]


গতকালের স্কোর ৩ উইকেটে ৩৯ রানের পর থেকে এদিন খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। ভারতের দুই স্পিনারের সামনে এদিন চিনের প্রাচিরের মতো দাঁড়িয়ে যান ডিন এলগার। অধিনায়ক ফাফ ডু প্লেসিও তাঁকে যোগ্য সঙ্গত করেন। ডু প্লেসি ৫৫ রানে আউট হলেও লড়াই থামাননি এলগার। ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এলগারের পাশাপাশি ভারতীয় বোলারদের মোকাবিলা করেন ডি’ককও। ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনিও। যদিও, এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কোনও ব্যাটসম্যান সেভাবে দাগ কাটতে পারেননি। ফলে দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৮৫ রান।

[আরও পড়ুন: টেস্টে প্রথম সেঞ্চুরি মায়াঙ্কের, রানের গড়ে ব্র্যাডম্যানকে টপকে গেলেন রোহিত]

ভারতের হয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর দখলে গিয়েছে পাঁচটি উইকেট। অন্যদিকে, জাদেজার দখলে গিয়েছে দুটি উইকেট। এই দুটি উইকেট নিয়েই অনবদ্য এক রেকর্ডের মালিক হয়েছেন স্যার জাদেজা। দ্রুততম বাঁহাতি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হয়েছেন জাদ্দু। মাত্র ৪৪ টেস্টেই ২০০ উইকেটের মালিক হলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের দখলে। তৃতীয় স্থানে ছিলেন মিচেল স্টার্ক। তিনি ২০০ উইকেট নেন ৪৯ ম্যাচে। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক হলেন জাদেজা। এর আগে রবিচন্দ্রন অশ্বিন জাদেজার থেকেও কম ম্যাচে এই লক্ষ্যে পৌঁছে যান।  

https://twitter.com/BCCI/status/1180065420016926722

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ